অ শব্দের বাংলা অর্থ বাংলা স্বরধ্বনির প্রথমটির লেখ্যরূপ এবং বাংলা স্বরবর্ণমালার প্রথম বর্ণ। এর উচ্চারণস্থান কন্ঠ। স্বরধ্বনির সংঙ্গে যুক্ত না হলে কোনো ব্যঞ্জনধ্বনিই পূর্ণরূপে উচ্চারিত হয় না। এজন্য ব্যঞ্জনধ্বনির উচ্চারণ সৌকর্যার্থে স্বরধ্বনির মূলরূপের প্রতীক ব্যঞ্জনধ্বনির সংঙ্গে যুক্ত হয়। স্বরধ্বনির এই প্রতীকের নাম ‘কার’। ‘অ’স্বর ব্যতীত অন্যান্য স্বরধ্বনির পৃথক পৃথক ‘কার’ আছে। ‘অ’স্বরের ‘কার’ অদৃশ্য অবস্থায় ব্যঞ্জনধ্বনির গায়ে আত্নগোপন করে থাকে।

অ এর বাংলা অর্থ