অকাল শব্দের বাংলা অর্থ অশুভ সময়, দুসময়, অসময়, অপরিণত সময়, অপ্রশস্তকাল, শুভকার্যের পক্ষে অনুপযুক্ত সময়, দুর্ভিক্ষ। অপরিণত।অসময়, অপরিণত কাল। দুর্ভিক্ষ। অপ্রশস্তকাল, যে কাল শুভ কাজের উপযোগী নয়। অসময়োচিত।অসময়ে, অনুপযুক্ত কালে। অপক্ব বোকা, বয়সোচিত ব্যবহার বা বুদ্ধির অভাব। অকারকুষ্মাণ্ডউৎপন্ন কুমড়া। মূর্খ, অকর্মণ্য, অপদার্থ। জ, জাত নির্ধারিত সময়ের পূর্বে বা পরে জন্মেছে এমন,উৎপন্ন। পক্বপাকা। ইঁচড়ে পাকা, বাল্যে বৃদ্ধের ন্যায় আচরণ যার। পক্বতা। বার্ধক্য অসময়ে আগত বৃদ্ধাবস্থা। বৃদ্ধ যথাসময়ের পূর্বেই বার্ধক্যে উপনীত। বোধন অসময়ে আহবান। অসময়ে কোনো কাজ সম্পাদন। মৃত্যু পরিণত বয়সের পূর্বে মৃত্যু। সন্ধ্যা অসময়ে আগত সময়।

অকাল এর বাংলা অর্থ