অঘোষ শব্দের বাংলা অর্থ ঘোষহীন, শব্দহীন, লঘুধ্বনিযুক্ত, অনুদাত্ত, unvoicedঅনিনাদিত, অনুদাত্ত, লঘুধ্বনিযুক্ত, ফিসফিসে। ধ্বনি যেসব ধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রের ভিতরকার স্বরতন্ত্রী যথারীতি কাঁপে না সেগুলো ধ্বনি। বর্ণ যেসব বর্ণ উচ্চারণকালে স্বরতন্ত্রী যথেষ্ট কম্পিত হয় না, লঘু ধ্বনিযুক্ত বর্ণ, বাংলা বর্ণমালার বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ এবং শ ও স বর্ণ।

অঘোষ এর বাংলা অর্থ