অধ্যাত্ম শব্দের বাংলা অর্থ আত্মবিষয়ক, spiritualশরীরবিষয়ক, ব্রহ্মবিষয়ক, চিত্তবিষয়ক। পরব্রহ্ম, পরমাত্মা। পরমাত্মবিষয়ক, আল্লাহ সন্বন্ধীয়, ঈশ্বরবিষয়ক। আত্না বা চিত্ত বিষয়ক। শরীর সর্ম্পকীয়। জ্ঞান, তত্ত্ব আল্লাহ বা ঈশ্বর বিষয়ক জ্ঞান। আত্নবিদ্যা। তত্ত্ববিৎ, তত্ত্ববিদ জ্ঞানসম্পন্ন। বাদ আল্লাহ বা পরমাত্মাই সকল কিছুর মূলএই মতবাদ। সধান খোদা বা পরমাত্মা প্রাপ্তির সাধনা।

অধ্যাত্ম এর বাংলা অর্থ