অন্ন শব্দের বাংলা অর্থ ভাত, খাদ্যদ্রব্য।ভাত। আহার্য, খাদ্যদ্রব্য। ওঠা ক্রিয়া জীবিকা রহিত হওয়া। পরমায়ু শেষ হওয়া। কষ্ট, ভাব খাদ্যাভাব, আহার্যের অকুলান। দুর্ভিক্ষ, আকাল। কুট, কোট ের পাহাড়, আহার্যের স্তুপ। ক্ষেত্র ⇒ছত্র। গত প্রাণ আহার্য ছাড়া বাঁচে না এমন। চিন্তা জীবিকার জন্য উদ্বেগ। ছত্র,সত্র, ক্ষেত্র্র যে স্থানে বিতরণ করা হয়। জল দানাপানি, আহার্য। জল ওঠা ক্রি আয়ু শেষ হওয়া বা চাকরির মেয়াদ শেষ হওয়া। দা দায়িনী, আহার্য প্রদানকারিণী। হিন্দু দেবী দুর্গা। দাতা আহার্য দানকারী। প্রতিপালক, অভিভাবক। দাত্রী। দাস ের জন্য যে পরের দাসত্ব করে। নালি গ্রাসনালি, oesophagus, gullet। পানি আহার্য ও পানি, দানাপানি। পায়ী আহার্য বস্তু পান করে এমন, চিবিয়ে খেতে অক্ষম। পূর্ণা হিন্দুদের দেবী ভগবতী। আহার্যে পরিপূর্ণ।প্রাশন শিশুদের প্রথম আহার্য গ্রহণের অনুষ্ঠান, মুখে ভাত। ভোজী ভোজনে প্রাণ ধারণ করে এমন। ময় পূর্ণ, গঠিত। মুষ্টি এক মুষ্টি আহার্য, সামান্য খাদ্য। রস ভুক্ত খাদ্যজাত রসবিশেষ, chyle। লোভাতুর আহার্যের জন্য কাতর, খাদ্য প্রত্যাশায় ব্যাকুল। সংস্থান জীবিকার্জন। সত্র ⇒ছত্র। হীন নিরন্ন, উপবাসী। ভিক্ষুক।

অন্ন এর বাংলা অর্থ