অপ শব্দের বাংলা অর্থ অব্যপ্রতিকূলতা হীনতা নিন্দা ইত্যাদি সূচক উপসর্গ। জল। অব্যয় নিন্দা বিরোধ প্রতিকূল ইত্যাদি সূচক তৎসম উপসর্গ বিশেষ। ∼কর্ম কুকর্ম, দুষ্কর্ম। অন্যায় বা ক্ষতিকর কাজ। কর্মা কুকর্মকারী, খারাপ করে এমন। অন্যায়কারী, ক্ষতিকর কাজ করে এমন।কলঙ্ক মিথ্যা বাদ, অনুচিত কলঙ্ক। কীর্তি দুর্নাম, যশ। ক্রান্ত সৃত, বহির্গত, পলায়িত। ক্রিয়া কুকর্ম, কার।গ্রহ প্রতিকূল গ্রহ। ঘাত দূর্ঘটনায় মৃত্যু, মৃত্যু। আকস্মিক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তি। ঘাতক, ঘাতী ঘাতকারী। চ্ছায়া বিকৃত ছায়া, আবছায়া। ভূতপ্রেতের অস্পষ্ট ছায়া। জাত স্ববংশীয় গুণ বা পূর্বের উৎকর্ষ লয় পেয়েছে এমন। হীনতাপ্রাপ্ত জাতি, নীচ জাতি। জাতি হীনজাতি, নষ্টকুল। দেব, দেবতা ভূত প্রেত ইত্যাদি। পাঠ অশুদ্ধ পাঠ, লিপিকর প্রমাদ। প্রয়োগ অনুচিত উদ্দেশ্য বা প্রক্রিয়ায় প্রয়োগ। মিশ্রণ ভেজাল বা নিকৃষ্ট দ্রব্য মিশানো।

অপ এর বাংলা অর্থ