অম্বু শব্দের বাংলা অর্থ জল। জ জল থেকে বা জলে জন্ম হয়েছে এমন। পদ্ম, শঙ্খ।জা স্ত্রীপদ্মিনী, লক্ষ্মী।দ জল দেয় এমন। মেঘ।ধি, নিধি সমুদ্র।বাচি, বাচী জ্যৈষ্ঠ সংক্রান্তির পর অর্থাত্ আষাঢ মাসে কৃষ্ণপক্ষে মিথুন রাশিতে সূর্য যখন আর্দ্রা নক্ষত্রের প্রথম পাদ ভোগ করে সেই তিথি। বাসী জলে বাস করে এমন, জলচর।বাহ, বাহী জল বহন করে এমন। মেঘ।বিম্ব জলের বুদবুদ। জল, পানি। জ পানিতে জন্মেছে এরূপ, জলজাত। পদ্ম। শঙ্খ। জা পদ্মিনী, নলিনী। লক্ষ্মী। দ বারিদ, জলদ, মেঘ। পানি দেয় এমন, জলদ, জলদানকারী। ধি, নাথ, নিধি সমুদ্র, সাগর, জলধি, উদধি, দরিয়া, জলনিধি, পয়োধি, পয়োনিধি, অম্ভোধি, অম্ভোনিধি। বাচি, বাচী জ্যৈষ্ঠ সংক্রান্তির পর সূর্যের মিথুর রাশিতে গমনকালে আর্দ্রা নক্ষত্রের প্রথম পাদ ভোগের সময়এই সময়ে হিন্দু বিধবাদের অগ্নিপক্ব খাদ্য গ্রহণ নিষিদ্ধ। বাহ, বাহী জলবহনকারী। মেঘ। রাশি সমুদ্র।

অম্বু এর বাংলা অর্থ