অষ্ট শব্দের বাংলা অর্থ আট, আট সংখ্যা,। আটসংখ্যক। ।ঐশ্বর্য ঈশ্বর বা শিবের আটপ্রকার বিভূতি বা অলৌকিক গুণ।ক আটের সমষ্টি, আটটি অধ্যায়যুক্ত বা শ্লোকসংবলিত গ্রন্হ। আটসংখ্যক।চত্বারিংশ, চত্বারিংশত্তম আটচল্লিশসংখ্যক, আটচল্লিশের পূরক।চত্তারিংশত্ আটচল্লিশ।দিকপাল, দিক্পাল ইন্দ্র বহ্নি যম র্নৈঋত বরুণ মরুত্ কুবের ঈশানআটটি দিকের এই আট অধীশ্বর বা দেবতা।ধাঅব্যআটরকম বা আটরকমে, আটবার বা আটবারে।ধাতু সোনা, রূপা, তামা, পিতল, কাঁসা, রাং, সীসা ও লোহাএই আট ধাতু।নবতি আটানব্বই।নবতিতম আটানব্বই সংখ্যক, আটানব্বইয়ের পূরক।নাগ অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীর কর্কট ও শঙ্খএই আট সর্প।নায়িকা মঙ্গলা বিজয়া ভদ্রা জয়ন্তী অপরাজিতা নন্দিনী নারসিংহী ও কৌমারী।নিধি কুবেরের পদ্ম মহাপদ্ম প্রভৃতি আটটি নিধি বা রত্ন।পঞ্চাশ, পঞ্চাশত্ আটান্ন।পঞ্চাশত্তম আটান্নর পূরক, আটান্নসংখ্যক।পরপ্রহরএর আঞ্চরূপ।পাদ মাকড়সা। আটটি পদবিশিষ্ট।প্রহর দিবারাত্র, দিবারাত্রি, দিনরাত, সারা দিনরাত ধরে অনুষ্ঠিত সংকীর্তন। দিনরাত ধরে। বজ্র বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, ব্রহ্মার অক্ষ, ইন্দ্রের বজ্র, বরুণের পাশ, যমের দণ্ড, কার্তিকের শক্তি এবং দুর্গার অসি।বসু ভব ধ্রুব সোম বিষ্ণু অনিল অনল প্রত্যুষ প্রভাস দক্ষকন্যা বসুর এই আট পুত্র।বিধ আটরকম, আটরকমের।ভুজ আটটি হাতবিশিষ্ট।ভুজা আটটি হাতবিশিষ্টা। দুর্গার রূপভেদ।ম আট সংখ্যার পূরক, eighth.মী তিথিবিশেষ।মূর্তি সর্ব ভব রুদ্র উগ্র ভীম পশুপতি মহাদেব ও ঈশানশিবের এই আট মূর্তি।রম্ভা কিছুই না, ফাঁকি, তুঘোড়ার ডিম, কাঁচকলা।ষষ্টি আটষষ্ট্টি।ষষ্টিতম আটষট্টির পূরক, আটষট্টিসংখ্যক।সপ্ততি আটাত্তর।সপ্ততিতম আটাত্তরের পূরক, আটাত্তরসংখ্যক।সিদ্ধি অণিমা মহিমা গরিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিত্ব বশিত্বযোগের এই আটটি ঐশ্বর্য।াংশিত আট ভাগে বিভক্ত, আট পাতায় ভাঁজকরা, octavo.াঙ্গ দেহের আট অঙ্গ বা অবয়বমেরুদণ্ডঅথবা পায়ের দুই বৃদ্ধাঙ্গুলি, দুই হাঁটু, দুই হাত, বুক ও নাক, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা ও সমাধিএই আটরকম যোগ। শল্যশলাকাকায় ইত্যাদি আটরকম। াত্রিংশাত্রিংশত্তম আটত্রিশসংখ্যক, আটত্রিশের পূরক।াত্রিংসত্ আটত্রিশ।াদশ আঠারো। আঠারো, সংখ্যার পূরক, আঠারোসংখ্যক।াদশী াদশএর স্ত্রীলিঙ্গ রূপ। আঠারো বত্সর বয়স্কা নারী। াপদ স্বর্ণ, সোনা। াবক্র পৌরাণিক মুনিবিশেষ। াবিংশাবিংশতিতম আটাশ সংখ্যার পূরক, আটাশসংখ্যক।াবিংশতি আটাশ।াশীতি, াশি আটাশি, আশি।াশীতিতম আটাশি সংখ্যার পূরক আটাশিসংখ্যক।াষষ্টিষষ্টির রূপভেদ।াহ আট দিন। আট, এই সংখ্যা বা সংখ্যক। ঐশ্বর্য হিন্দুমতে আট প্রকার গুণ। ক আটের সমষ্টি। প্রথম আট পঙ্‌ক্তি। অধ্যায়যুক্ত বা শ্লোকসংবলিত গ্রস্থ। কুষ্ঠি আঁটকুড়ি, গালিবিশেষ। চত্বারিংশ, চত্বারিংশত্তম টির পরবর্তী, আটচল্লিশের পূরক। চত্বারিশৎ এই সংখ্যা বা সংখ্যক। দিক্‌পাল হিন্দুমতে ইন্দ্র বহ্নি যম নৈঋ©ত বরুণ মরুৎ কুবের ও ঈশানএই দেবতা। ধর্ম হিন্দুমতে সত্য শৌচ অহিংসা অনসূয়া ক্ষমা অনৃশংস্য অকার্পণ্য সন্তোষ এই আট ধর্ম। ধা আট প্রকার বা আট প্রকারে। আটবার বা আটবারে। আটদিক বা আটদিকে। ধাতু স্বর্ণ রৌপ্যতাম্র পিতল কাংস্যত্রপু বা রাংসীসক ও লৌহএই আট ধাতু। নবতি আটানব্বই, সংখ্যা বা সংখ্যক। নবতিতম টির পরবর্তী, আটানব্বইএর পূরক। নাগ হিন্দুমতে অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীর কর্কট শঙ্খএই বিধ সর্প বা নাগ। নায়িকা হিন্দুমতে মঙ্গলা বিজয়া ভদ্রা জয়ন্তী অপরাজিতা নন্দিনী নারসিংহী কৌমারীএই নায়িকা।পাদ শরভ। মাকড়সা। চরণবিশিষ্ট।প্রহর দিবারাত্রি, সর্বদা, সর্বক্ষণ। হিন্দুদের দিবারাত্রব্যাপী সংকীর্তন। দিবারাত্র ব্যাপিয়া। বজ্র হিন্দুমতে বিষ্ণুর সুদর্শনচক্র, শিবের ত্রিশূল, ব্রহ্মার অক্ষ, ইন্দ্রের বজ্র, বরুণের পাশ, যমের দণ্ড, কার্তিকেয়ের শক্তি, ও দুর্গার অসি। বসু হিন্দু পুরাণ মতে গঙ্গা থেকে উৎপন্ন ভব ধ্রুব সোম বিষ্ণু অনিল অনল প্রত্যুষ প্রভবএই গণদেবতা। বিধ আট রকম, আট প্রকার। ভুজ আট বাহুবিশিষ্ট। ভুজা স্ত্রীআটটি হাতবিশিষ্টা। হিন্দুদের দুর্গা দেবী। ম আট সংখ্যার পূরক। মঙ্গলা স্ত্রীহিন্দুমতে দুর্গার এক মূর্তি। মী স্ত্রীতিথিবিশেষ। মূর্তি হিন্দুমতে শিব। হিন্দুমতে শিবের ক্ষিতি, জল, অগ্নি, বায়ু, আকাশ, যজমান, সোম ও সূর্যএই আটটি মূর্তি। রম্ভা কিছুই না, শূন্য, ফাঁকি। সিদ্ধি হিন্দুমতে অণিমা মহিমা গরিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিত্ব বশিত্বযোগের এই অঙ্গ।

অষ্ট এর বাংলা অর্থ