অষ্টাঙ্গ শব্দের বাংলা অর্থ দেহের আট অঙ্গ বা অবয়বমেরুদণ্ডঅথবা পায়ের দুই বৃদ্ধাঙ্গুলি, দুই হাঁটু, দুই হাত, বুক ও নাক, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা ও সমাধিএই আটরকম যোগ। শল্যশলাকাকায় ইত্যাদি আটরকম। অশ্‌টাঙ্‌গো শরীরের অষ্ট অবয়ব যথা দুই হস্ত, দুই চক্ষু, হৃদয়, কপাল, কণ্ঠ, ও মেরুদণ্ড, মতান্তরেদুই হস্ত, দুই চক্ষু, হৃদয়, কপাল, মন, ও বাক্য, মতান্তরেপায়ের দুই বৃদ্ধাঙ্গুলি, দুই হাঁটু, দুই হাত, বক্ষ, ও নাসিকা। শল্য, শালাক্য, কায়চিকিৎসা, ভূতবিদ্যা, কৌমারভৃত্য, অগদতন্ত্র, রসায়নতন্ত্র, বাজীকরণএই অষ্ট আয়ুর্বেদিক প্রক্রিয়া। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধিএই অষ্টযোগ। সাষ্টাঙ্গ প্রণাম হিন্দুমতে ভূমিতে দেহের অষ্ট অঙ্গ স্পর্শ করে প্রণাম। ইসলামি মতে দুই হাত, দুই হাঁটু, দুই পা, নাসিকা, ও ললাটএই আট অঙ্গ স্পর্শ করে ভূমিতে সেজদা দেওয়া।

অষ্টাঙ্গ এর বাংলা অর্থ