আকাশ-আয়না শব্দের বাংলা অর্থ আকাশ রূপ আয়না। আকাশকুসুম অলীক কল্পনা, কাল্পনিক বিষয় বা বস্তু। আকাশগঙ্গা ছায়াপথ, milky way। মন্দাকিনী, স্বর্গের গঙ্গা। আকাশগলা আকাশ থেকে অবতীর্ণ, স্বর্গীয়। আকাশচাওয়া আকাশের দিকে চেয়ে অপেক্ষা করা হয়েছে এমন। আকাশচিত্র আকাশের গ্রহ উপগ্রহাদি নির্দেশক চিত্র, খগোলের মানচিত্র। আকাশচুম্বী অত্যন্ত উচ্চ, গগনস্পর্শী। আকাশজাতি আকাশে বা শূন্যে জন্মেছে এমন। আকাশ থেকে পড়া অজানা বিষয় হঠাৎ জানতে পেরে অত্যন্ত বিস্মিত হওয়া। না জানার ভান করে বিস্ময় প্রকাশ করা। আকাশদীপ, আকাশপ্রদীপ হিন্দুগৃহে কার্তিক মাসে সন্ধ্যাকালে উঁচু বাঁশের মাথায় জ্বেলে রাখা বাতি। আকাশ দুহিতা প্রতিধ্বনি। আকাশ ধরা বৃষ্টি বন্ধ হওয়া। আকাশ নন্দিনী প্রতিধ্বনি। আকাশপট আকাশের আঙিনা, শূন্যদেশ। আকাশপথ আকাশের গমনাগমনের পথ। আকাশ পাতাল স্বর্গ থেকে পাতাল পর্যন্ত। সর্ববিষয়ে বা সর্বত্র। আকাশ পাতাল চিন্তা, আকাশ পাতাল ভাবনা যে চিন্তা বা ভাবনার অবধি নেই। আকাশ পাতাল তোলপাড় করা তন্ন তন্ন করে খোঁজা। আকাশ প্রদীপ আকাশ ফুটো। আকাশ বাণী দৈববাণী, অশরীরী বাক্য। ভারতের সরকারি রেডিও সার্ভিসের নাম। আকাশব্যাপী আকাশ ব্যাপ্ত করা। আকাশপাতাল ভাবনা আকাশপাতাল চিন্তা। আকাশভেঙে পড়া হঠাৎ মহাবিপদে পড়া। দুখ বা ভবনার বোঝা নেমে আসা। আকাশমণ্ডল নভোমণ্ডল, দৃশ্যমান বৃত্তাকার আকাশ। আকাশযান উড়োজাহাজ, বিমান। আকাশসম্ভবা আকাশজাতা, আকাশে উৎপত্তি সম্ভব হয়েছে এমন। প্রতিধ্বনি। আকাশ হাতে পাওয়া দুর্লভ বস্তু বা দুরাকাঙ্ক্ষিত বিষয় লাভ বা লাভের আশ্বাস পাওয়া। আকাশে তোলা প্রাপ্যের অতিরিক্ত প্রশংসা করা। আকাশের চাঁদ হাতে পাওয়া দুর্লভ বা আশাতীত বস্তু লাভ করা।

আকাশ-আয়না এর বাংলা অর্থ