আঞ্জি শব্দের বাংলা অর্থ মধ্যযুগে অথবা তারও আগে লিখবার পূর্বে ‘আঁজি’ বা ‘’ এই চিহ্ন দিয়ে লেখা আরম্ভ করা হতো এবং এই চিহ্ন দ্বারাই ঈশ্বর বা খোদার নামও স্মরণ করা হতো। এটা ‘u’ ‘আঁজিঅক্ষর’ অর্থাৎ সর্বাদ্য মাঙ্গলিক অক্ষর। বস্ত্র প্রান্তের রেখা। আঁজিধরা চুন সুরকি সিমেন্ট বালি ইত্যাদি দ্বারা ইট পাথরের জোড়ের মুখ বন্ধ করা।

আঞ্জি এর বাংলা অর্থ