আট শব্দের বাংলা অর্থ সংখ্যা। সংখ্যক। আট কড়াই, আট কৌড়ে হিন্দু সমাজে সন্তান জন্মের অষ্টম দিবসে আট প্রকার কলাইভাজা বিতরণ উৎসব। আট কৌড়ে, আট কাট, আট কাঠ কড়াই। আটখানা অস্থির, কুটিকুটি। আটখানা করা টুকরা টুকরা বা খণ্ড খণ্ড করা। আট খানা হওয়া অস্থির হওয়া বা ফেটে পড়া। আট ঘাট, আট কাঠআট কাট অষ্টদিক, সকল দিক। সর্ব বিষয়। আট ঘাট বাঁধা অষ্টঘাট বা চতুর্দিক বন্ধ করা। সকল বাধা বিঘ্নের সম্ভাবনা রোধের চেষ্টা করা। আট স্বরগ্রাম বাঁধা। আটচল্লিশ সংখ্যা। সংখ্যক। আট চালা ঘরের চারি চাল এবং চারিদিকে ঘেরা বারান্দার চারি চাল এরূপ আট চাল বিশিষ্ট। আট চাল বিশিষ্ট বড় ঘর। উৎসবাদির জন্য নির্মিত প্রাচীরহীন ঘর বা মণ্ডপ। আট ত্রিশ সংখ্যা। সংখ্যক। আট পওর, আট পহরআট পহর। আট পৌরে অষ্টপ্রহর বা সর্বদা ব্যবহারের উপযু্ক্ত, পোশাকি নয় এমন। আট পৌরে ভাষা চলতি সাধারণ বা সর্বদা ব্যবহারের ভাষা। আট প্রহর, আটপহরআটপওর দিনের চারি প্রহর ও রাত্রির চারি প্রহর। সমস্ত দিবা ও রাত্রি, সর্বদা, সর্বক্ষণ। আটষট্টি সংখ্যা। সংখ্যক।

আট এর বাংলা অর্থ