আম শব্দের বাংলা অর্থ ফলবিশেষ, আম্রফল। আম আচার, আমের আচার বিভিন্ন মসলাযোগে প্রস্তুত কাঁচা আমের চাটনি। আমআদা আমের গন্ধযুক্ত মূল বা শটিবিশেষ।আমসি, আমশি কাঁচা আমের শুকনা ফালী। শুষ্ক, নীরস। আমতা, আমসত্ত্ব পাকা আমের রস শুকিয়ে প্রস্তুত অম্লমধুর খাদ্যবিশেষ।

আম এর বাংলা অর্থ