আল্লাহ শব্দের বাংলা অর্থ খোদা, কোরানোক্ত নিরাকার, বিশ্বরাচরের স্রষ্টা ও রক্ষাকর্তা, একক, অদ্বিতীয়, জন্ম ও মৃত্যুহীন, পাপের শাস্তিদাতা, পুণ্যের পুরস্কারদাতা, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সদাজাগ্রত, অক্লান্ত, পরম দয়ালু, একমাত্র উপাস্য, সর্বজীব ও জগতের একমাত্র প্রভু। আল্লাহওয়ালা আল্লাতে সমর্পিত প্রান, ধর্মভীরু, খোদাভক্ত। আল্লাহর কসম, আল্লাহর কিরাআল্লাহর পবিত্র নাম উচ্চারণপূর্বক শপথ। আল্লাহর কুদরত অলৌকিক কাণ্ড। আল্লাহর গজব, আল্লাহর গযব আল্লাহ প্রদত্ত শাস্তি।

আল্লাহ এর বাংলা অর্থ