ইচ্ছে শব্দের বাংলা অর্থ অভিলাষ, স্পৃহা, বাসনা। রুচি, প্রবৃত্তি। অভিপ্রায়। ইচ্ছাকৃত নিজের ইচ্ছায় সম্পাদিত, নিজে জেনে শুনে করেছে এমন। ইচ্ছাক্রমে Þ ইচ্ছানুযায়ী। ইচ্ছাজনিত অভিলাষজাত, বাসনা থেকে উদ্ভূত। ইচ্ছাধীন বাসনার অধীন। ইচ্ছাধীনা। ইচ্ছানুগ, ইচ্ছানুগামী বাসনার বশ এমন। ইচ্ছানুগা, ইচ্ছানুগামিনী। ইচ্ছানুগত স্বাধীন। ইচ্ছানুযায়ী, ইচ্ছানুসারে, ইচ্ছাক্রমে নিজের বাসনানুসারে, স্বেচ্ছামতে। ইচ্ছাপূর্বক ইচ্ছা করে, অভিপ্রায় করে। ইচ্ছাবরী স্বয়ংবরা। ইচ্ছাবসন্ত মসূরিকা রোগ, small pox। ইচ্ছাবহির্ভূত বাসনার বিরুদ্ধ, ইচ্ছার বাহিরে। ইচ্ছাবিরুদ্ধ বাসনার বিপরীত, করতে মন চায় না এমন। ইচ্ছামতো, ইচ্ছামতে যথা অভিরুচি, খেয়াল মাফিক, বাসনানুযায়ী। ইচ্ছাময় যাঁর ইচ্ছায় সব কিছু সংঘটিত হয়, আল্লাহ, পরমেশ্বর। ইচ্ছাময়ী। ইচ্ছামৃত্যু স্বেচ্ছায় দেহ বিসর্জন, আত্মহত্যা। স্বেচ্ছায় দেহত্যাগ করতে পারে এমন। ইচ্ছাসুখ নিজের জন্যই যে আনন্দ। ইচ্ছু, ইচ্ছুক অভিলাষী, বাসনাযুক্ত। রাজি, সম্মত।

ইচ্ছে এর বাংলা অর্থ