উগ্র শব্দের বাংলা অর্থ প্রচণ্ড, ঘোর, তীব্র, চড়াকর্কশ, কোপনরূঢ়, নিষ্ঠুর। তা।কণ্ঠ, স্বর কর্কশ ও ক্রুদ্ধ কণ্ঠস্বরবিশিষ্ট।কর্মা ভয়ানক বা হিংসাজনক কাজ করে এমন।ক্ষত্রিয় হিন্দু সম্প্রদায়বিশেষ, আগুরি।চণ্ডা অত্যন্ত কোপনস্বভাব, অত্যন্ত ক্রোধী, প্রচণ্ড চড়া মেজাজবিশিষ্ট।জাতীয়তাবাদ নিজের দেশ ও জাতিই শ্রেষ্ঠ এবং অন্যের উপর তার কর্তৃত্ব স্হাপন করা উচিত এই অসহিষ্ণু ও যুক্তিহীন মতবাদ।পন্হী দলীয় বা গোষ্ঠী স্বার্থে হিংসাত্মক বা নাশকতামূলক ক্রিয়াকলাপের সমর্থক। পন্হা।প্রকৃতি, স্বভাব ক্রোধী, ক্রোধপরায়ণ, চড়া মেজাজযুক্ত।বীর্য তীব্র তেজপূর্ণ।মূর্তি অতি ক্রুদ্ধ বা ভয়ংকর মূর্তিবিশিষ্ট।া স্ত্রীঅতি কোপনস্বভাবা ও কলহপরায়ণা। প্রখরা নারী, যোগিনীবিশেষ। কোপন, অসহিষ্ণু। তীব্র, উৎকট, ভয়ানক। প্রখর, প্রচণ্ড। রূঢ়, কর্কশ, তীক্ষ্ণ। ক্রূর, নিষ্ঠুর। ক্ষত্রিয় জাতিবিশেষ। শিব, মহাদেব, শঙ্কর। তা, ত্ব। কণ্ঠ, স্বর কর্কশ ও ক্রুদ্ধ কণ্ঠস্ববিশিষ্ট। কর্মা অনায়াসে ভয়ানক কাজ করতে পারে এমন। ক্ষত্রিয় আগুরী জাতি, হিন্দু সম্প্রদায় বিশেষ। চণ্ডা, চণ্ডী অতিশয় কোপনস্বভাবা ও কলহপরায়ণা। ভয়ঙ্করী। চণ্ডিকা দেবী। তপা কঠোর তপস্যাকারী। বীর্য তীব্র তেজবিশিষ্ট, অতিশয় তেজস্বী, অত্যন্ত ঝাঁঝালো। মূর্তি ক্রুদ্ধ ও ভয়ানক চেহারাবিশিষ্ট।অতিশয় কোপনস্বভাবা, কলহপরায়ণা। যোগিনীবিশেষ।

উগ্র এর বাংলা অর্থ