উপধাতু শব্দের বাংলা অর্থ অষ্ট প্রধান ধাতুর মতো সাতটি ধাতু, যেমন মাক্ষিক তুঁতে বা তুত্থক নীলাঞ্জন অভ্র হরিতাল মনশিলা ও রসাঞ্জন, দেহস্হ বা দেহ থেকে উদ্ভূত সাতটি পদার্থ, যেমন স্তন্য রজ শ্বেদ দন্ত কেশ ওজ বসা। স্বর্ণ ইত্যাদি প্রধান ধাতুর ন্যায় ধাতু বা ধাতুঘটিত বিবিধ দ্রব্যমাক্ষিক, তুত্থক, অভ্র ইত্যাদি। দেহ থেকে উদ্ভূত পদার্থস্তন্য রজ স্বেদ ইত্যাদি।

উপধাতু এর বাংলা অর্থ