ঊর্ধ্ব শব্দের বাংলা অর্থ উপরের দিক, উপরিভাগউচ্চতাবেশি, উঁচু, উন্নতউপরে অবস্হিত। গ, গামী উপরদিকে যাচ্ছে এমন, ক্রমশ উপরে উঠছে বা উঁচু হচ্ছে এমন।গগন উঁচু আকাশ, উপরের আকাশ,গতি উপরের দিকে যাওয়া, উপরে ওঠবার প্রবণতা। উপরে উঠছে এমন,চারী শূন্যে বিচরণকারী, উচ্চাকাঙ্ক্ষী।তন উপরে অবস্হিত, উপরিস্হ, উচ্চতর অবস্হানে রয়েছে এমন,দৃষ্টি, নেত্র চোখ উলটিয়ে রয়েছে এমন, শিবচক্ষুবিশিষ্ট। উপরের দিকে নিবদ্ধ দৃষ্টি, উদাস দৃষ্টি, যোগদৃষ্টি, ভ্রূদ্বয়ের মধ্যে নিবদ্ধ দৃষ্টি।দেহ মৃত্যুর পরে প্রাপ্ত শরীর, সূক্ষ্ম দেহ।পাতন চোলাই।বাহু হাত উপরে তুলে রয়েছে এমন।রেতা শুক্র বা বীর্য ক্ষয় করেনি এবং যার শুক্র গামী এমন পুরুষ, শিব।লোক স্বর্গ।শায়ী চিত হয়ে শুয়ে আছে এমন।শ্বাস দ্রুত হাঁটাচলা বা শারীরিক পরিশ্রম করার ফলে ঘন ঘন শ্বাস।স্হ উপরে আছে এমন।াংশ উপরের অংশ।াকাশ মাথার উপরের আকাশ।াঙ্গ শরীরের উপরদিক। উপরের দিক, উপরিভাগ। উচ্চতা। বেশি। উপরিদিকস্থ। উন্নত, উচ্চ। কণ্ঠ উচ্চকণ্ঠ। উন্নতগ্রীব। গ, গামীগমনশীল, ক্রমান্বয়ে উপরে উঠছে এমন। আকাশ বিহারী। সৎপথগামী, ধার্মিক। বায়ুরোগ বিশেষ। গতিগমন। উন্নতি, সমৃদ্ধি। পারলৌকিক সদ্‌গতি। গ্রীব উন্নতগ্রীবা বিশিষ্ট। উদ্‌গ্রীব, উৎকণ্ঠ। চারীবা শূন্যে বিচরণকারী। উচ্চাকাঙ্ক্ষী, উচ্চকল্পনাপ্রবণ। তন উপরিস্থিত। পূর্বতন, পূর্ববতী। তল উপরতল, উপরতলা। দৃষ্টি, নয়ন, নেত্র উলটানো দৃষ্টি বিশিষ্ট, মৃত্যুর অব্যবহিত পূর্বে চক্ষুর যে অবস্থা হয় সেই অবস্থাগ্রস্ত। উদাসদৃষ্টি সম্পন্ন, উদাসীন। উপরের দিকে নিবদ্ধ দৃষ্টি, যোগদৃষ্টি। দেহ মৃত্যুর পরে প্রাপ্ত শরীর, সূক্ষ্মদেহ। নয়ন, নেত্র Þ দৃষ্টি। পক্ষে বেশির পক্ষে, বড়োজোর। পাতন রাসায়নিক প্রক্রিয়া বিশেষ, চোলাই, distillation। ফণা উদ্যতফণা। বর্ত্ম শূন্যমার্গ, আকাশ। বাহু হস্ত উত্তোলন করে আছে এমন, হস্ত। হস্ত সন্ন্যাসী। ভাগ উপরের অংশ। মুখ মুখের উপরের দিক। উপর দিকে মুখ এমন, মুখী। রেতা, রেতা জিতেন্দ্রিয়। সংযতেন্দ্রিয়, যোগী। লোক স্বর্গ, বেহেশ্‌ত। শ্বাস দ্রুত ধাবনের ফলে ঘন ঘন শ্বাসগ্রহণের অবস্থা। শ্বাসে অতি দ্রুতবেগে, সঘন নিশ্বাসের সঙ্গে, তীব্রগতিতে। স্থ, স্থিতঅবস্থিত, উপরিস্থিত,

ঊর্ধ্ব এর বাংলা অর্থ