এ শব্দের বাংলা অর্থ বাংলা বর্ণমালার অষ্টম স্বরবর্ণ। কেননা, দীর্ঘ ‘ঋ…’ ‘’ স্বরের ব্যবহার বাংলায় নেই। বহু পূর্বেই এগুলো বাংলা বর্ণমালা থেকে পরিত্যক্ত। ‘এ’র উচ্চারণস্থান তালু। ‘অ্যা’ বাংলা ভাষায় পৃথক বর্ণরূপে পরিগণিত হওয়া উচিত। ‘অকার+যকার+আকার’ দিয়ে বোঝানো হলেও প্রকৃতপক্ষে সেটি æ ধ্বনির অনুরূপ। সংস্কৃতে ‘এ’র উচ্চারণ সর্বদাই এ। সংস্কৃতের অনুকরণে অ্যারূপে উচ্চারিত ধ্বনিগুলোকেও বাংলায় ‘এ’ দিয়ে লেখা হয়। সাধারণত এজন্য বলা হয়ে থাকে ‘এ’র সহজ উচ্চারণ ‘এ’ এবং বিকৃত উচ্চারণ ‘অ্যা’। এবং, এলাকা, এলেএসব শব্দে ‘এ’র উচ্চারণ এ। কিন্তু একা,এসিড প্রভৃতি শব্দে, এর উচ্চারণ অ্যা। এর হ্রস্ব উচ্চারণ এর, বেঁকে প্রভৃতি শব্দে দেখা যায়। একুশ প্রভৃতি শব্দে এর উচ্চারণ দীর্ঘ। ধমক দিয়ে উচ্চারিত ‘কেরে’ প্রভৃতি শব্দে এর উচ্চারণ প্লুত। ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে এটি ‘†’ রূপ ধারণ করে।

এ এর বাংলা অর্থ