এঁড়ে শব্দের বাংলা অর্থ এঁড়ে বলদ, ষাঁড়, বৃষ। পুরুষজাতীয়ষাঁড়ের মতো তীব্রগম্ভীর ধ্বনিবিশিষ্টক্রুদ্ধ ষাঁড়ের মতো দুর্দমনীয় বা একরোখা। এঁড়েতর্ক একগুঁয়ে লোকের যুক্তিহীন তর্ক।এঁড়ে লাগাক্রি মাতৃস্তন্যের অভাবে অজীর্ণ রোগে আক্রান্ত হওয়া। ষাঁড়, বলদ। মর্দা, পুরুষজাতীয়। একরোখা, একগুঁয়ে। এঁড়েগলা, এঁড়ে ডাক কর্কশ কণ্ঠস্বর, কর্ণবিদারী আওয়াজ। এঁড়ে তর্ক ন্যায়যুক্তিহীন তর্ক। এঁড়ে তেল দেওয়া চাটুবাক্যে তোষামোদ করা। এঁড়েলাগা শিশুদের অজীর্ণ রোগে আক্রান্ত হওয়া। পিঠাপিঠি দুটো সন্তানের জন্মের ফলে রুগ্‌ণ প্রথমটিকে এঁড়ে লাগা বলা হয়,

এঁড়ে এর বাংলা অর্থ