কথা শব্দের বাংলা অর্থ উক্তি, বচনকাহিনি, গল্প, আখ্যানমত, অভিমতপ্রসঙ্গ, বিষয়প্রতিশ্রুতিকথকতাআলাপপরামর্শ, প্ররোচনাতিরস্কার, কটুবাক্যতুলনাব্যাপারপ্রয়োজন, বাধ্যবাধকতাওজন, কৈফিয়তকল্পনাধর্মী বর্ণনাআদেশ, নির্দেশপ্রবাদ। কাটাক্রি এড়ানো, প্রতিবাদ করা, যুক্তি খণ্ডন করা। কাটাকাটি তর্কাতর্কি, বাদপ্রতিবাদ, বচসা।কলি পৌরাণিক যুদ্ধকাহিনিমূলক ভারতীয় নৃত্যবিশেষ।চ্ছলে, র ছলে প্রসঙ্গক্রমে, বার্তা বলতে বলতে,ন্তর ঝগড়া, বাদানুবাদ, কাটাকাটি, অন্য প্রসঙ্গ, র মধ্যে বিরাম, র খেলাপ। পাড়াক্রিপ্রস্তাব করা, প্রস্তাব উত্থাপন করা।প্রসঙ্গে চ্ছলে, বলতে বলতে, য় য়। ফোটাক্রি মুখে অর্থযুক্ত শব্দ উচ্চারিত হওয়া, বলতে শেখা।বার্তা আলাপআলোচনা। মাত্র সার কেবল ই, কাজ নয়, ফাঁকা আওয়াজ, ফাঁকি।য় য় চ্ছলে, প্রসঙ্গে, অকারণে বা প্রায়ই,র গুরুত্বহীন বা বাজেঅসার বা অবান্তব,র নড়চড় প্রতিশ্রুতিভঙ্গ।র মারপ্যাঁচ র কৌশল বা জটিলতা।রম্ভ বক্তব্য বা কাহিনির শুরু।শিল্প উপন্যাস গল্প ইত্যাদি গদ্যে লিখিত সাহিত্য শিল্পী উপন্যাসপ্রণেতা, গল্প বা কাহিনির লেখক।সাহিত্য গল্পউপন্যাস প্রভৃতি।উচিত যোগ্য বা হকন্যায্য এবং কড়া মন্তব্য,কাজের দরকারি,ছোট মুখে বড় তুচ্ছ বা কনিষ্ঠ লোকের মুখে বড়র প্রতি বা মাননীয়ের প্রতি অসম্মানজনক,দশ অনেকনানাগালমন্দ,নাকে মুখেচোখে মুখে বেশিবাচালতা।বাজে খেলো বা অসার,মোট মোটমাট বক্তব্য, ফল, সব মিলে যা দাঁড়াল তাই।লাখ র এক অনেক বাজে র মধ্যে একটিমাত্র দামি বা কাজের,শেষ যে র পর আর বক্তব্য বা মন্তব্য চলে না, মরণকালের, বচন, ভাষা, উক্তি, উচ্চারণ, প্রসঙ্গ, বিষয়, বিবরণ, বৃত্তান্ত, প্রতিশ্রুতি, অনুনয়, প্রার্থনা, মিনতি, চুক্তি, সাধ, আকাঙ্খা, অভিলাষ, রহস্য, গোপন বাণী, বক্তব্য, খবর, তথ্য, সংবাদ, বাক্যলাপ। কাহিনী, উপাখ্যান, কথকতা। প্রবচন, বাচালতা। প্ররোচনা, পরামর্শ। তুলনা। ঘটনা, ব্যাপার, কড়ার, বাঁধাবাঁধি, কড়াকড়ি, অবশ্যবাধ্যতা, কৈফিয়ত, ওজর, মত, বিতর্ক, বিতণ্ডা, আলোচনা, সহজ, পারিশ্রমিক বিনা, নিন্দাবাদ, কানভাঙানি, আদেশ, নির্দেশ, হুকুম, তিরস্কার, কটুকাটব্য, বাণী, স্থির সিদ্ধান্ত, দৃঢ় মত, প্রতিজ্ঞা, ফ্যাঁকড়া, গোলমাল, কলঙ্ক, নিন্দা, সমালোচনা, আপত্তি, ভাষা, প্রস্তাব, আসা আলোচনা চলা, প্রস্তাব উত্থাপিত হওয়া, মুখে জোগানো। কাটা যুক্তি দ্বারা কোনো মত খণ্ডন করা, বিতর্ক উত্থাপন করা, এড়ানোর চেষ্টায় প্রত্যুত্তর করা। কাটাকাটি তর্কবিতর্ক, বাকবিতণ্ডা, বাদানুবাদ, বাকযুদ্ধ। চালা এক কান থেকে অন্য কানে সংবাদ রটনা করা, গোপনে খবর ছড়ানো। চালাচালি গোপন সংবাদের লেনদেন বা লেনদেনের মারফতে গোপন সংবাদ বিস্তার। থাকা আলোচনায় অংশগ্রহণ, আলোচনায় অনুপ্রবেশ, কোনো প্রসঙ্গে লিপ্ত হওয়া। দিয়ে নেওয়া গোপন সংবাদের আভাসে উত্তেজিত করে অপরের গোপনতর সংবাদ বের করা, কৌশলে বলে অপরের মনোভাব জেনে নেওয়া। দেওয়া অঙ্গীকার করা, প্রতিশ্রুতি দেওয়া। না থাকা কোনো বিষয়ে জড়িত হওয়ার অনিচ্ছা, কোনো প্রসঙ্গ থেকে দূরে থাকা বা মত প্রকাশে বিরত থাকা। ন্তর বাকবিতণ্ডা বাদপ্রতিবাদ, বচসা, মতান্তর। পাড়া প্রসঙ্গ উত্থাপন করা। প্রস্তাব দেওয়া, বিবাহ বিষয়ক আলাপ করা। ফেলা অগ্রাহ্য করা, অবহেলা করা। সিদ্ধান্ত প্রকাশ করা, কোনো বিষয়ে মত স্থির করে বলা। ফোটা বাক স্ফুরণ, বাচন ক্ষমতার উন্মেষ হওয়া, কলহপটুত্ব জন্মানো। বাড়ানো তর্কবিতর্ক প্রলম্বিত করা, সামান্য বিষয়কে অযথা ফেনানো, বাদপ্রতিবাদ দীর্ঘ করা। বেচে খাওয়া কুশলতায় জীবিকার্জন, বাকচাতুর্য দ্বারা অর্থ সংস্থান করা। মাত্র সার বাকসর্বস্ব, বাগাড়ম্বর যার একমাত্র আশ্রয়, অন্তসারশূন্য, বাকপটু। য় বাড়া উত্তর প্রত্যুত্তরে বাদানুবাদ দীর্ঘ হওয়া। য় য় প্রসঙ্গক্রমে, বলতে বলতে বলতে ব্যস্ত থাকাকালীন, বলতে বলতে অন্যমনস্ক হওয়ার দরুন। প্রতি ব্যাপারে, প্রতি পদক্ষেপে, সর্বদা। য় চিড়ে ভেজাসহজে উদ্দেশ্য সিদ্ধি, সহজে অপরকে বশ করার দুরুণ কার্যসিদ্ধি। র আঁটুনি র সৌকর্য, বক্তব্যের পারিপাট্য, র শ্রী ও ছাঁদ। বাকসংযম। র অগভীর উক্তি, মূল্যহীননিতান্ত লঘু। র খেলাফ/খিলাফ প্রতিশ্রুতি ভঙ্গ, অঙ্গীকারের অন্যথা, চুক্তির ব্যতিক্রম। র গরম য় উগ্র আত্মসচেতনতা, উক্তিতে প্রবল আত্মবোধের প্রকাশ। র জাহাজ যার অনর্গল বলে যাওয়ার মতো অফুরন্ত আছে, অফুরন্ত বলার ক্ষমতাবিশিষ্ট ব্যক্তি। র তুবড়ি র দ্রুত ও দুর্বার গতি, সরব দ্রুত কথন। র ধরন, র ধারা বলার ছিরি/ছাঁদ/গঠন, উদ্দেশ্যের আভাসযুক্ত বাকপ্রণালী, র যে বিশেষ ভঙ্গিতে বক্তার মনোভাবের আঁচ পাওয়া যায়। র ধার না ধারা গণ্য না করা, অগ্রাহ্য করা। র নড়চড় প্রতিশ্রুতির ব্যতিক্রম, র খেলাফ। র পিঠে প্রসঙ্গক্রমে আগতকথোপকথন ধারায় উত্থিত প্রসঙ্গ। র ফের মূল্যবানযথার্থ। র বাঁধুনি র পরিপাট্য, বাক্যবিন্যাসের চারুতা। র কুশ্রীতা, র চারুতার অভাব। র মাথা মুণ্ডু র পূর্বাপর সঙ্গতি, বক্তব্যের আনুপূর্বিক শৃঙ্খলা। র কৌশল, কূটকৌশলপূর্ণ বাক্যজাল। রম্ভ ভূমিকা, প্রসঙ্গের অবতারণা, প্রসঙ্গের আনুষ্ঠানিক সূচনা। র শ্রী, র ছিরি বাচনভঙ্গির শোভরতা, র সৌকর্য। বক্র অর্থেবাচনভঙ্গির কর্কশতা, য় শোভা সৌন্দর্যের বা লালিত্যের অভাব। শোনা মান্য করা, আদেশ পালন করা, উপদেশ শিরোধার্য করা। শোনানো অপ্রিয় বাক্য বর্ষণ করা, তিরস্কার বর্ষণ, অপবাদমূলক উক্তি শুনিয়ে দেওয়া। সার বাকস্ফূর্তি হওয়া। র হাতপা বের হওয়া এক র নানা অর্থ হওয়া, একই র বিভিন্ন ব্যাখ্যা। উচিত ন্যায্যখাঁটিযথোপযুক্তযথার্থকঠোর সত্য। উলটাউল্টোপাল্টা এলোমেলোঅস্বাভাবিক উক্তি, প্রতিকূল অবস্থা উদ্ভাবক অর্বাচীন মন্তব্য। এক যে র ব্যতিক্রম নেই, যে র পরিবর্তন হয় না, যে র অন্যথা হতে পারে না, যে র দ্বিতীয় অর্থ নেই, অভিন্ন মত, দ্বিধাহীন চিত্ত, নির্দ্বন্দ্বভাব। কাজের প্রয়োজনীয়মূল্যবানযুক্তিযুক্ত। কান গোপনে অপর লোকের কাছ থেকে কারো দুর্নাম শুনে তদনুসারে সেই লোকটিকে খারাপ মনে করা। ছোট মুখে বড় অর্বাচীন উক্তি, অযোগ্যের মুখে বেমানান উদ্ধত উক্তি, বেয়াদবের মতো। দশ নিন্দাসূচক নানাঅপবাদপূর্ণ, অনেকবহু রকম। দু কিছু পরিমাণ কড়াকিছু তিরস্কারপূর্ণ উক্তি। কিছুঅল্পস্বল্প বার্তা, কথোপকথন। পাঁচ নানানিন্দারতিরস্কার বাক্য। নাকে মুখে বলা অতি দ্রুত বলা, অতি মাত্রায় বলা, চঞ্চলতা প্রকাশ পূর্বক বলা, বাচালতা করা। পাকা সঠিক বা প্রতিশ্রুতি, অনড় বাক্য। অপরিণত বয়স্কের মুখে পরিণত বয়সোচিত। ফল আসল ,সারমোট। বেফাঁস অচিন্তিতঅস্থানে অসাবধানে বলে ফেলাঅসঙ্গত উক্তি। মোট আসলসার সংক্ষেপ, সংক্ষেপে, in short। যে সেই কাজয় ও কর্মে সঙ্গতি, বাক্য ও কর্মের অভিন্নতা। লাখ র এক মূল্যবানযুক্তিসঙ্গতএমন এক অমূল্য উক্তি যার পার্শ্বে লক্ষ তুচ্ছ। শেষ যে র পর সেই প্রসঙ্গ সমাপ্ত হয়, যার পরে নেই, চরম বাক্য। শোনা পরস্পরায় জ্ঞাতপ্রত্যক্ষভাবে জানা নয় অথচ অপরের নিকট থেকে প্রাপ্ত। সোজা যে র ভিন্ন অর্থ নেই, সহজ, বলিষ্ঠ উক্তি, দ্বিধাহীন সরল। হক ন্যায্যখাঁটিউচিতসত্য। প্রসঙ্গে সূত্রে, র ধারায়, আলোচনাসূত্রে। বার্তা কথোপকথন, বাক্যালাপ। শিল্পী গল্প লেখক, উপন্যাস রচয়িতা, কাহিনীকার, উপাখ্যানমূলক সাহিত্য রচয়িতা। সরিৎসাগর সংস্কৃত সাহিত্যের একটি বিখ্যাত গল্পগ্রন্থ। সাহিত্য গল্প উপন্যাস ইত্যাদি কাহিনী জাতীয় সহিত্য।

কথা এর বাংলা অর্থ