কপাল শব্দের বাংলা অর্থ মাথার খুলি, করোটি, ললাটস্হল, ভ্রূ ও মাথার মধ্যবর্তী অংশ, forehead, ভাগ্য, অদৃষ্ট, কলসির অর্ধাংশ, খাপরা।ক্রমে ভাগ্যক্রমে, ভাগ্যগুণে, হঠাত্। চাপড়ানোক্রিহাহুতাশ করা, আফশোস করা।জোর ভাগ্যের জোর, ভাগ্যের অনুকূলতা। ঠুকে কাজে নামাক্রিফলাফল ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে কাজ আরম্ভ করা। ঠোকাক্রিমাটিতে মাথা ঠুকে প্রণাম করা, মাথা খোঁড়া, যে কাজের ফল অনিশ্চিত তাতে সাফল্য অর্জনের জন্য মাথা খুঁড়ে দৈবের সাহায্য পাবার চেষ্টা করা।পোড়া হতভাগ্য। ফেরাক্রিভাগ্যের উন্নতি হওয়া। ভাঙাক্রিভাগ্যহত হওয়া।ভৃত্, মালী শিব।ের ফের ভাগ্যের বিড়ম্বনা।ের লেখা ভাগ্যলিপি, ভবিতব্য। ললাটদেশ। করোটি, মাথার খুলি। ভাগ্য, অদৃষ্ট, বিধিলিপি, ললাটলিখন। দুরদৃষ্ট, দুর্ভাগ্য। কলসের খাপরা, খোলা, কর্পর। ভিক্ষাপাত্র, টুকনি। ক্রমে ভাগ্যক্রমে, ভাগ্যবশত, অদৃষ্টের আনুকূল্যবশত, সৌভাগ্যগুণে। গুণে সৌভাগ্যবশত, ভাগ্যের জোরে। দুর্ভাগ্যবশত, ভাগ্যের দোষে। চাপড়ানো শোকবশত শিরে করাঘাত করা, ভাগ্যকে দোষারোপ করে দুখ প্রকাশ করা। হায় হায় করা, আফসোস করা। জোর অদৃষ্ট বল, প্রবল সৌভাগ্য। ঠোকা হিন্দু প্রথায় প্রণাম করা। মাথা খোঁড়া। ঠুকে কাজ আরম্ভ করা, ভাগ্য সম্বন্ধে বৃথা চিন্তা না করে মরিয়া হয়ে কাজে নামা। পোড়া হতভাগ্য, দুর্ভাগ্য। সৌভাগ্য নষ্ট হওয়া, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটা। ফেরা ভাগ্যের পরিবর্তন হওয়া, সৌভাগ্যের উদয় হওয়া, অবস্থার উন্নতি হওয়া। ভাঙা সৌভাগ্য নষ্ট হওয়া, অবস্থার অবনতি হওয়া, দুর্গতি হওয়া। মন্দ অদৃষ্ট, ভাগ্যহত। মালা মুণ্ডমালা, নরমুণ্ডের মালা। ের খোঁচা, ের গেরো, ের ফের দুরদৃষ্ট, মন্দভাগ্য, ভাগ্যদোষ। ের লেখা বিধিলিপি, ভাগ্যলিপি, ভবিতব্য, অদৃষ্টের লিখন। উঁচু সৌভাগ্যবান, উন্নত ভাগ্য। ছাইছাইমন্দ অদৃষ্ট, মন্দভাগ্য, ছাইচাপাপাথরচাপা। যার ভাগ্য বরাবর অপ্রসন্ন, যার ভাগ্যে কখনও সুদিন উদয় হয় না, অদৃষ্ট যার প্রতি চিরদিন বিমুখ। পোড় মন্দ ভাগ্য, দুর্ভাগ্য। আক্ষেপসূচক উক্তি। ফাটাভাঙা নষ্ট ভাগ্য, খণ্ডিত অদৃষ্ট খণ্ডিত অদৃষ্ট। ফাটা বা ভাঙা জোড়া লাগা সৌভাগ্যের পুনরাবির্ভাব হওয়া, নষ্ট ভাগ্য সৌভাগ্যরূপে পরিবর্তিত হওয়া, ভাগ্য চক্রের আবর্তনে সুদিনের পুনরাগমন হওয়া,

কপাল এর বাংলা অর্থ