কর শব্দের বাংলা অর্থ হস্ত, হাত। হাতির শুঁড়।করকবলিত আয়ত্ত, হস্তগত। করকমল, করপদ্ম পদ্মহস্ত, পদ্মের ন্যায় সুন্দর বা কোমল হস্ত। করকোষ্ঠী কোষ্ঠী বিচারে সহায়ক হস্তরেখা। হস্তরেখা বিচারে প্রস্তুত কোষ্ঠী। করগ্রহ, করগ্রহণ বিয়ে, পানিগ্রহণ। হস্তধারণ। করজোড়ে যুক্ত করে, বদ্ধাঞ্জলি হয়ে। করতল হাতের তালু। করতলগত হস্তগত, আয়ত্ত। করতাড়ন চাপড়, হস্তদ্বারা আঘাত। করতালি হাততালি। করত্রাণ দস্তানা। করপল্লব পল্লবের ন্যায় কোমল হস্ত। করপুট অঞ্জলি, জোড়হাত। করপৃষ্ঠ হাতের তালুর অপর পিঠ। করমর্দন পরস্পরের হস্তমর্দন, হাতে প্রীতিমূলক বিশেষ স্পর্শ, হস্তমর্দন, handshake। কররেখা শুভঅশুভ প্রতিপাদক হস্তরেখা। করসূত্র হিন্দুদের গায়েহলুদের সময়ে হাতে বেঁধে রাখার সুতা,

কর এর বাংলা অর্থ