কাগ শব্দের বাংলা অর্থ বায়স, পক্ষীবিশেষ, কড়ার চতুর্থাংশ, এক কড়ার সিকি ভাগ। কাককোকিলে ভেদ ভালোমন্দ ভেদজ্ঞান। কাকচক্ষু কাকের চোখের তুল্য স্বচ্ছ ও নির্মল,কাকজ্যোৎস্না রাত্রিশেষের ম্লান জ্যোৎস্না, যে জ্যোৎস্নায় কাক দিনের আলো ভেবে জেগে ওঠে,কাকতন্দ্রা, কাকনিদ্রা অগভীর সতর্ক ঘুম। কপট ঘুম। কাকতাড়ুয়া কাক ও অন্যান্য পাখিকে ভয় দেখানোর জন্য রক্ষিত মানুষের প্রতিমূর্তি, scarecrow।কাকতালীয় কার্যকারণহীন দুটো ঘটনা, তালগাছে কাক বসামাত্র তালপতনের ন্যায় ঘটনা। হঠাৎ সংঘটিত বা আকস্মিক যোগাযোগজাত কোনো ঘটনা।কাকপক্ষ কাকের পক্ষের ন্যায় উভয় কানের পাশে ঝুলানো চুলের গোছা, কানপাটা। জুলফি।কাকপদ উদ্ধার চিহ্ন, “ ” এই চিহ্ন। লেখার মধ্যে পরিত্যক্ত বা শূন্যস্থান বুঝানোর চিহ্ন, xxx এই চিহ্ন। ভুলক্রমে পরিত্যক্ত অক্ষরাদির স্থানসূচক চিহ্ন, A এই চিহ্ন। কাকপুচ্ছ কোকিল, কাকের ন্যায় পুচ্ছবিশিষ্ট পক্ষী। কাকপুষ্ট কাক কর্তৃক প্রতিপালিত, কোকিল। কাকফল নিমফল। নিমগাছ। কাকবন্ধ্যা একগর্ভা, যে নারী একবার মাত্র গর্ভ ধারণ করে, এক সন্তানের মা। কাকবলিকাককে দেয় অন্নাদি, কাকের আহারের উদ্দেশ্যে উৎসৃষ্ট ভাত।কাকভীরু পেঁচা।কাকভোর খুব প্রাতকাল। কাকশীর্ষবকফুলের গাছ।কাকস্নান কাকের ন্যায় স্বল্প পানি গায়ে ছিটিয়ে গোসল,কাকের ছা বকের ছা, কাকের ঠ্যাং বকের ঠ্যাংঅতি কুৎসিত হস্তাক্ষর।তীর্থের কাক তীর্থ,

কাগ এর বাংলা অর্থ