কাঁচা শব্দের বাংলা অর্থ অপক্বআরাঁধা, অসিদ্ধঅদগ্ধমাটির তৈরিকোমল, কচিতরুণঅপরিণতঅপটুভাবে কৃতঅদক্ষ, আনাড়িসাময়িক, পরিবর্তিত হতে পারে এমনপ্রাথমিক খসড়াপাকা বা স্হায়ী নয় এমন, টেকে না এমনঅমিশ্র, বিশুদ্ধকালোঅশুষ্কনির্ধারিত বা বিধিবদ্ধ ওজনের চেয়ে কমসহজলভ্য, নগদঅতৃপ্ত, অপূর্ণকৃষিজাত বা অসংস্কৃত, স্বাভাবিক অবস্হায় রয়েছে এমন, ক্রিসিদ্ধির পথে অগ্রসর হয়েও পরিত্যক্ত হওয়া, পণ্ড হওয়া, কলা অনাজি কলা। যে কলা ই থাকে এবং তরকারি হিসাবে খাওয়া হয়। খিস্তি অত্যন্ত অশ্লীল গালাগাল।গোল্লা নরম পাকের সন্দেশবিশেষ।নোক্রিকরা, পুনরায় পূর্বাবস্হায় নিয়ে যাওয়া, পণ্ড করা। উক্ত সব অর্থে।পাকা অর্ধেক পাকা এবং অর্ধেকঅর্ধেক সাদা এবং অর্ধেক কালো, মাথা তরুণবয়স্কদের মাথা, অপরিনত বুদ্ধি, মাল শিল্পদ্রব্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান, raw material.,মিঠে, মিঠা অবস্হাতেও মিষ্টি স্বাদের এমন, নাড়িসদ্যপ্রসূতা নারীর দুর্বল হজমের অবস্হা, সদ্যপ্রসূতার হজমের দুর্বলতা। রাঁড়িবালবিধবা। সর্দিসর্দির প্রথম অবস্হা, তরল সর্দি। অপক্ব, অসিদ্ধ, আরাঁধা, অদগ্ধ, অপরিণত, মাটির তৈরি, মেটে, অনিপুণ, আনাড়ি, অদক্ষ, অপটুভাবে কৃত, অসাবধানে কৃত। কোমল, কচি। তরুণ, অস্থায়ী, যা উঠে যায়, পরিবর্তনশীল, প্রাথমিক, খসড়া, বিশুদ্ধ, ভেজালহীন। অশুষ্ক, ওজনে কম, হালকা, স্থূল, উজ্জ্বল। কোশোর ও কিশোরী। র ভাব প্রাপ্ত হওয়া। পণ্ড হওয়া, কথা যে কথা স্থায়ী হয় না বা থাকে না, পরিবর্তনশীল কথা, অনির্ভরযোগ্য কথা। যু্ক্তিহীন বা মূল্যহীন কথা। কাজ অপটু হাতের কাজ। বোকামি। কাল বা অপক্ব অবস্থা। গোল্লা নরম পাকের সন্দেশ বিশেষ, ঘুম ঘুমের ঘোর কাটেনি এমন অবস্থা, অপূর্ণ ঘুম। চুল কালোচুল, অপক্ব চুল। টাকা, পয়সা ধাতুনির্মিত টাকা পয়সা। অল্পশ্রমে বা অনায়াসে লব্ধ অর্থ, easy money।নো, ন করা। কাজে বেশ কিছু দূর অগ্রসর হয়ে সমস্ত পণ্ড করা, পুনরায় পূর্বাবস্থা পাওয়ানো। উক্ত উভয় অর্থে। পাকা অর্ধেক পাকা এবং অর্ধেক, অর্ধেক সাদা অর্ধেক কালো। যে জিনিসের শেষ নিষ্পত্তি হয়নি অথচ নিষ্পত্তির দিকে এগিয়েছে, বয়স তরুণ, অল্পবয়স। বাঁশে ঘুণ ধরাঅল্প বয়সে নষ্ট হয়ে যাওয়া, অল্প বয়সেই রোগে শোকে জীর্ণ হওয়া। বুদ্ধি অপরিণত বুদ্ধি। মাথা অপরিণত বুদ্ধি অল্পবয়স্ক ছেলেমেয়েদের মস্তিষ্ক। মাল যে সকল কৃষিজাত বনজ ইত্যাদি দ্রব্য থেকে শিল্প দ্রব্য প্রস্তুত হয়। মিঠা, মিঠে, মিটে অপক্ব বা অবস্থাতেই মিষ্ট লাগে এমন, রসিদ সাময়িক প্রাপ্তিস্বীকার। লেখা অপরিণত হাতের লেখা, নিম্নস্তরের রচনা। খারা হস্তাক্ষর। লোক অনভিজ্ঞ লোক, আনাড়ি ব্যক্তি। হাট মাছতরকারি ও শাকসবজির হাট। হাত অশিক্ষিত অনিপুণ বা শিক্ষানবিসের হাত,

কাঁচা এর বাংলা অর্থ