কাল শব্দের বাংলা অর্থ সময়, ঋতু, যুগ, মানবজীবনের বিভিন্ন স্তর বা সময় বিভাগ, শৈশব যৌবন প্রৌঢ়ত্ব বার্ধক্য ইত্যাদি, জীবন, আয়ুষ্কাল, অবসর, সর্বনাশের হেতু, ধ্বংসের কারণ, মৃত্যু,ক্রিয়ার কার্যের সময়, অতীত বর্তমান ভবিষ্যৎ ইত্যাদি। মারাত্মক, ভীষণ,কাল কাটানো সময় অতিবাহিত করা, কাল ক্ষেপণ করা,জীবনযাপন করা,কালক্রমে কালে কালে, কালের গতিতে পরিবর্তনে। কিছুকাল পরে, পরবর্তী এক সময়ে। কালবশে।কালক্ষয় বিলম্ব, দেরি কালাতিপাত, কাল কাটানো।কালক্ষেপ, কালক্ষেপণ, কালযাপন সময় কাটানো, কালাতিপাত।কালগ্রাস মৃত্যু, মৃত্যুর কবল।কালগ্রাসে পতিত হওয়া মরা।কালঘাম অতিশয় পরিশ্রমের ফলে নির্গত ঘাম। মৃত্যুকালীন ঘাম। কালঘুম যে ঘুম সহজে ভাঙ্গে না। মৃত্যু, চিরনিদ্রা।কালচক্র চাকার মতো অবিরাম ঘুরছে যে কাল, সময়ের অনন্ত আবর্তন।কালচিহ্ন মরণের চিহ্ন, মৃত্যুর লক্ষণ।কালজ্ঞ কালবিৎ, সময়ের মূল্য বুঝে কাজ করে এমন, কখন কী কর্তব্য তা বুঝে কাজ করে এমন। দৈবজ্ঞ।কালজ্ঞান যথাযোগ্য সময়ের বোধ। জ্যোতিষ শাস্ত্র।কালতুল্য মরাত্মক, মৃত্যুবৎ।কালত্রয়, ত্রিকাল তিন কাল, অতীত, বর্তমান ও ভবিষ্যতকাল।কালনাগ কালসর্প।কালধর্ম কাল পরিবর্তনের ফলে পরিবর্তিত রীতিনীতি ও চেতনা, যুগধর্ম। মৃত্যু।কালপ্রবাহ কালের একটানা গতি, সময়ের অবিরাম স্রোত।কালপ্রভাব সময়ের শক্তি বা মাহাত্ম্য। কালপ্রাপ্তি মৃত্যু।মহাকাল শিব। মৃত্যু। সৃষ্টিকর্তা, যিনি সর্বশক্তিমান।কালশুদ্ধি ক্রিয়াকর্মের পক্ষে শুদ্ধ বা পবিত্র সময়, শাস্ত্রবিহিত কাল।কালসমুদ্র সমুদ্রের ন্যায় বিস্তৃত কাল, অনাদি অনন্ত কাল।কালসর্প, কালসাপকালনাগ কালো রঙের বিষাক্ত সাপ, কেউটে সাপ। মৃত্যুরূপী সাপ।কালনাগিনী, কাল সাপিনী,কালসহকারে কালক্রমে, সময়ের পরিবর্তনের ফলে,কালহরণ সময় নষ্ট, অযথা কালক্ষয়। কালাতিপাত, দিন গুজরানো,কালে ভবিষ্যতে, উত্তর কালে। যুগে,কালে কালে কালক্রমে, সময়ের পরিবর্তনের ফলে। যুগে যুগে, মাঝে মাঝে।কালে ভদ্রে কদাচিৎ, অনেকদিন অন্তর, কখনসখন,কালের হাতে পড়া, কালে ধরা মৃত্যুর কবলে পড়া।ইহকাল জগৎ সংসার। একাল বর্তমান কাল।একাল সেকাল বর্তমান ও অতীত কাল। পরকাল মৃত্যুর পরবর্তী সময়।মহাকাল শিব। মৃত্যু। সৃষ্টিকর্তাযিনি সর্বশক্তিমান। কালসহ দীর্ঘকাল স্থায়ী, durable। সেকাল অতীত কাল,

কাল এর বাংলা অর্থ