কুম্ভ শব্দের বাংলা অর্থ কলস, কলসি, ঘট, হাতির মাথার পাশের মাংসপিণ্ড, মেষাদি দ্বাদশ রাশির মধ্যে একাদশ রাশি।কর্ণ রাক্ষসরাজ রাবণের মধ্যম ভ্রাতা যিনি প্রায় ছয় মাস একটানা ঘুমের পর মাত্র একদিনের জন্য জাগতেন, অত্যন্ত নিদ্রাপরায়ণ ব্যক্তি।কার কুমোর, মৃণ্ময় পাত্রাদি নির্মাতা।মেলা বারো বত্সর অন্তর হরিদ্বার প্রয়াগ প্রভৃতি তীর্থস্হানে রাশিতে সূর্যের সংক্রমণ বা প্রবেশ উপলক্ষ্যে অনুষ্ঠিত বিখ্যাত মেলাবিশেষ।যোনি অগস্ত্যমুনি।শাল, শালা কুমোরের কর্মশালা বা কারখানা। ঘট, কলস। দ্বাদশ রাশির একাদশ রাশি। হাতির মাথার দুই পাশের মাংসপিণ্ড। কার কুমোর, মাটির হাঁড়ি পাতিল ইত্যাদির নির্মাতা। মেলা দ্বাদশ বৎসর পর পর মাঘ ফাল্গুন মাসে তিথি বিশেষে হরিদ্বার, প্রয়োগ, দ্বারকায় মেলা ও সাধু সন্ন্যাসীদের মহসম্মেলন। শালা, শাল কুমোরের পোয়ানঘর, কুমোরশাল,

কুম্ভ এর বাংলা অর্থ