কোপ শব্দের বাংলা অর্থ ক্রোধ, রাগ। বিরক্তি, অসন্তোষ, বিরাগ। কোপকটাক্ষ ক্রুব্ধ দৃষ্টি, রোষকষায়িত দৃষ্টি। কোপন ক্রোধী, রাগী, সহজে ক্রুব্ধ হয় এমন। ক্রুব্ধ, রাগান্বিত। কোপনা। কোপপ্রকৃতিকোপস্বভাব সামান্য কারণেই ক্রুব্ধ হয় এমন স্বভাববিশিষ্ট, সহজেই রেগে যায় এমন। কোপানল ক্রোধাগ্নি, ক্রোধরূপ বহিৃ। কোপান্বিত, কোপাবিষ্ট বিন ক্রুব্ধ, রুষ্ট, ক্রোধে অভিভূত। কোপী রাগ করে এমন,

কোপ এর বাংলা অর্থ