খড়ি শব্দের বাংলা অর্থ সাদা মাটিবিশেষ, chalk। তিলকমাটি। অঙ্ক, গণনা। জ্বালানি কাঠ, শুষ্ক কাঠ, কুটা। খুসকি, শরীরের সাদা মরা মাস, তেল পানি না দেওয়ার ফলে শরীরের চামড়া শুষ্ক হয় এবং তাতে আঁচড় লাগলে খড়ি বা সাদা ধুলার মতো যে চামড়া ঝরে পড়ে তা। চিহ্ন, দাগ, খড়ির আঁক। নৈপুণ্য, শিল্পচাতুর্য। উপদেশ, পরামর্শ। কার্য, কর্ম। খড়ি ওঠা, খড়ি ওড়া খড়ির ন্যায় সাদা শুষ্ক চামড়া ওঠা, সাদা মরা মাস ওটা, খুসকি ওঠা। খড়ি করা অঙ্ক কষা। খড়ি পাতা মাটিতে খড়ির আঁক কেটে অদৃশ্য ও অজ্ঞাত ঘটনা বলা। খড়িমাটি ফুল খড়ি বা চক খড়ি, chalk। খড়ে, খড়িয়া খড়ির মতো। সাদা, ফ্যাকাশে। হাতেখড়ি শিশুদের বিদ্যা শুরু করার অনুষ্ঠান,

খড়ি এর বাংলা অর্থ