খাস শব্দের বাংলা অর্থ অসাধারণনিজস্বমালিকের সরাসরি অধিকারভুক্ত বা কর্তৃত্বাধীন। খামার নিজের চাষবাসের জমি।মহল, মহাল, তালুক যে জমি বা তালুক প্রজার কাছে বিলি না করে জমির মালিক সরাসরি নিজের তত্ত্বাবধানে রাখে, আসল, বিশুদ্ধ, খাঁটি। বিশেষ। স্বকীয়, নিজস্ব। সরকারের অধিকারভুক্ত। আপিল বিশেষ আপিল, আপিলের উপর আপিল। করা অন্যের অধিকার থেকে ভূসম্পত্তি নিজের অধিকারে আনা। কামরা নিজস্ব ঘর। আদালতের বিচারকদের বিশেষ বিশ্রামাগার। খামার জমির মালিকের নিজ চাষাবাদের জমি। তালুক জমিদারের নিজ তত্ত্বাবধানের ভূসম্পত্তি। দখল ভূস্বামীর নিজস্ব অধিকার। প্রজার দখল উপেক্ষা করে জমিদারের নিজস্ব অধিকারে স্থাপন। মহল, মহাল যে মহাল বা মৌজা প্রজার নিকট বিলি না করে জমিদার বা রাজসরকার সরাসরি নিজ তত্ত্বাবধানে রাখে। নিজ আবাস,

খাস এর বাংলা অর্থ