খৈ শব্দের বাংলা অর্থ বিশেষ্য ধান থেকে প্রস্তু সুপরিচিত খাদ্যবিশেষ, লাজ। খই চড়া, খই ছড়া বিশেষ্য ভাজার সময়ে যে খই ভালো ফোটে না। খই চাল বিশেষ্য খই থেকে অফোটা খই তুষ প্রভৃতি পৃথক করার চালনি। খইচুর বিশেষ্য চিনিতে পাককরা খইয়ের মোয়াবিশেষ। খই ঢেকুর, খইয়া ঢেকুর বিশেষ্য অজীর্ণ জনিত খইয়ের গন্ধযুক্ত ঢেকুর, চোঁয়া ঢেকুর। খই ফুটা ক্রিয়া ধান ভাজার সময়ে খোলায় খই ফুটতে থাকা। ফোটা খইয়ের মতো সাদা হয়ে থাকা। অনর্গলভাবে কথা বলা, তড় তড় করে কথা বলা। ইয়া, খইয়ে বিশেষণ খই সম্বন্ধীয়। বিশেষ্য দেখতে খইয়ের মতো। খইয়া খোলা বিশেষ্য যে খোলায় খই ভাজা হয়। খইয়া ধান বিশেষ্য যে ধানে ভালো খই হয়। খইয়া বাঁধনে পড়া, খয়ের বন্ধনে পড়া ক্রিয়া দুই বাহুর মধ্যবর্তী স্থানে ঘরের খাম রেখে যুক্তহাতে খই গ্রহণকারী তাঁতির ন্যায় উভয় সংকটে পড়ে কিংকর্তব্যবিমূঢ় হওয়া, কঠিন পরিস্থিতিতে পড়ে হতবুদ্ধি হওয়া। খইরঙা বিশেষণ খইয়ের ন্যায় রং বিশিষ্ট, সাদা,

খৈ এর বাংলা অর্থ