খোদ শব্দের বাংলা অর্থ নিজে, স্বয়ং আসল। নিজ, স্ব, আত্ম। খোদকর্তা আসল মালিক বা কর্তা। প্রভু স্বয়ং। খোদ কস্তা, খোদ কস্ত, খোদ কস্তা স্থানীয় প্রজা, যে নিজে জমি চাষ করে। খোদ কুশি/কুশী আত্মহত্যা। খোদ গরজ স্বার্থপর। খোদজমি বাস্তুভূমি। খোদ পছন্দ যে নিজের ইচ্ছামতো বা খুশিমতো কাজকর্ম করে। আয়সর্বস্ব, দাম্ভিক। খোদ পরস্ত আত্মপূজক, আত্মাভিমানী। স্বার্থপর। খোদ পরস্তি আত্মপূজা। খোদ মতলবি যে নিজের সুবিধানুযায়ী কাজ করে, স্বার্থপর। খোদ মোক্তার যে নিজেই নিজের প্রতিনিধি, স্বাধীন, স্বনির্ভর। খোদ মোক্তারি/মুখতারি স্বাধীনতা, সার্বভৌমত্ব। খোদ হাকিমি স্বায়ত্তসরকার, selfgovernment,

খোদ এর বাংলা অর্থ