গজ শব্দের বাংলা অর্থ হাতি, হস্তী। দাবা খেলার ঘুঁটিবিশেষ। কীটবিশেষ। গজকচ্ছপ হিন্দু পুরাণোক্ত প্রবল বিদ্বেষভাবাপন্ন দুই সহোদর মুনিকুমার। দুই প্রবল প্রতিদ্বন্দ্বী। গজকচ্ছপের লড়াই তুমুল প্রতিদ্বন্দ্বিতা। দুই স্থূলকায় ব্যক্তির বা দুই প্রবল পক্ষের লড়াই। গজকপালে, গজকপালিয়া হস্তীর ন্যায় প্রশস্ত ললাটবিশিষ্ট, ভাগ্যবান। গজকুম্ভ হস্তীর মস্তকোপরি কলস সদৃশ মাংসপিণ্ড যাকে ‘করিকুম্ভ’ বলা হয়। গজগতি হস্তীর ন্যায় ধীর ও গুরুগম্ভীর চালবিশিষ্ট। হস্তীর গমন বা গমনভঙ্গি। সংস্কৃত ছন্দবিশেষ। গজগামিনী হাতিতে আরোহণকারিণী নারী, গজারোহিণী। হস্তীর ন্যায় সুন্দর ও মন্থর গমনভঙ্গিবিশিষ্টা। গজগামী হস্তীর পৃষ্ঠে আরোহণপূর্বক গমনকারী। হস্তীর ন্যায় সুন্দর ও মন্থর গতিবিশিষ্ট। গজগিরি, গজগীর প্রকাণ্ড, সুবিশাল। কুয়া ইত্যাদির পাড়ে শানবাঁধানো চত্বর। ঘরের মেঝে বা দেয়ালে চুনের কারুকার্য, পঙ্খের কাজ, limepunning। গজঘণ্টা হস্তীর গলায় বাঁধিবার ঘণ্টা। গজচক্ষু ঈষৎ বক্র ও দেহের তুলনায় অতি ক্ষুদ্র ও বেমানান চক্ষু। গজদন্ত হাতির দাঁত, ivory। দাঁতের উপর উৎপন্ন দাঁত। গজগতি শ্রেষ্ঠ হস্তী। গজপ্রধান। উড়িষ্যার প্রাচীন রাজাদের উপাধি। গজবীথি হস্তীদের সুশৃঙ্খল ও সুবিন্যস্ত শ্রেণি। ঐরাবত অবস্থানের দ্বিতীয় স্থান। গজভুক্ত কপিত্থবৎ গজ নামক ক্ষুদ্র কীট কর্তৃক ভক্ষিত কৎবেলের মতো, গজ নামক কীট কৎবেলের ভিতরে প্রবেশ করে সমস্ত শাঁস খেয়ে ফেলার পরও যার বাইরের রূপ পূর্বের মতোই থাকে। অন্তসারশূন্য। গজমোতি, গজমুক্তা, গজমতি যে মুক্তা হাতির মাথায় জন্মে বলে জন প্রবাদ। গজরাজ গজশ্রেষ্ঠ, ঐরাবত,

গজ এর বাংলা অর্থ