গণ শব্দের বাংলা অর্থ সমূহ, সমষ্টি, বহুবচনসূচক শব্দবিশেষসম্প্রদায়, শ্রেণি, সমশ্রেণিভুক্ত বস্তু বা প্রাণিবর্গ, genus, জনসাধারণ শিবের অনুচরবৃন্দ, গোষ্ঠীবর্গনক্ষত্রানুসারে জাতকের ভেদধাতুসমূহ। ডেপুটেশন বহু লোকের একসঙ্গে কোনো কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করতে যাওয়া, mass deputation.,তন্ত্র জনসাধারণের প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন, অনুরূপভাবে শাসিত রাষ্ট্র, democracy.,তন্ত্রীতান্ত্রিক তন্ত্রমূলক বা তন্ত্রের নীতি অনুসারী,দেব েশ, শক্তির অধিদেবতা।দেবতা সংঘভূত দেবশক্তির অধিদেবতা।নায়ক জনসাধারণের নেতা।পতি, নাথ েশ, শিব।পিটুনি, প্রহার বহু লোকে মিলে একজনকে প্রহার।শক্তি সম্মিলিত জনসাধারণ বা তাদের শক্তি।াধিপ, াধিপতি পতি র অনুরূপ। সমূহ, সমষ্টি। বহুবচনবাচক শব্দ। বর্গ, শ্রেণি। দল। জনসাধারণ। গোষ্ঠী, বর্গ। নক্ষত্র অনুসারে জাতকের প্রকৃতিভেদ। ধাতুসমূহ। ক গোষ্ঠীর নাকারী। টোকাটুকি পরীক্ষাকক্ষে পরীক্ষার্থী কর্তৃক ব্যাপক হারে অসদুপায় অবলম্বন করা বা নকল করা। তন্ত্র জনসাধারণ কর্তৃক রাজ্য বা দেশ পরিচালনার আদর্শ, democracy। অনুরূপ উপায়ে শাসিত রাষ্ট্র, সাধারণতন্ত্র, republic। তন্ত্রী, তান্ত্রিক তন্ত্রের নীতি অনুসরণকারী, তন্ত্রমূলক। দেব হিন্দু দেবতা েশ। হিন্দুমতে শক্তির দেবতা। জন, জনশক্তি। নায়ক জনের নেতা। পতি, নাথ হিন্দু দেবতা েশ। হিন্দু দেবতা শিব। দলপতি। পিটুনি পাইকারি প্রহার, সকলের এলোপাতাড়ি প্রহার। বাহিনী জন বা জনতা কর্তৃক গঠিত বাহিনী, people’s army। শক্তি সম্মিলিত প্রজাপুঞ্জ বা জনসাধারণ অথবা তাদের সম্মিলিত শক্তি। সন্নিপাত সাধারণ সভা, সাধারণের অধিবেশন। সমজ্বা মহোৎসব, সাধারণ উৎসব,

গণ এর বাংলা অর্থ