গলা শব্দের বাংলা অর্থ কণ্ঠ, ঘাড়ের উল্টা দিক, গ্রীবার বিপরীত দিকে অবস্থিত অংশ। ঘাড়, গ্রীবা। টুঁটি। কণ্ঠস্বর। কণ্ঠের সুর। কণ্ঠস্বরের সামর্থ্য বা যোগ্যতা। গলা কাটা দেহ থেকে মুণ্ড বিচ্ছিন্ন করা। ভীষণ প্রবঞ্চনা করা, বড় ধরনের ঠকানো। গলা কাটে এমন। গলা কাটা দর অত্যধিক মূল্য। গলা খাঁকারি দেওয়া নিজের উপস্থিতি বা বক্তব্য জানাবার জন্য গলার ভিতর থেকে ‘খকর’ ‘খকখক’ এ ধরনের শব্দ করা। গলা খাসকি গলাখাঁকারি। গলা খুসখুস গলার মধ্যে এমন অনুভূতি যাতে কাশির উদ্রেক হয়। গলা গলি অত্যন্ত ঘনিষ্ঠ বা আন্তরিকভাবে। গলা ঘড়ঘড় গলায় শ্লেষ্মা জমার ফলে ঘড় ঘড় শব্দ। গলা চাপা কণ্ঠস্বর নিচু করা। শ্বাসরোধ করা। গলাচিপা গলা চেপে ধরা। সরু গলাবিশিষ্ট। গলা ছাড়া কণ্ঠস্বর উঁচু করা। গলাজল গলা পর্যন্ত ডোবে এরূপ পানি। গলা টিপলে দুধ বেরোয়নিতান্ত শিশু বা অল্পবয়স্ক, অজ্ঞ, জ্ঞানহীন। গলা ঠাণ্ডা কার্য মদ্যপান। গলাধাক্কা গলহস্ত, অর্ধচন্দ্র, গলদেশে হাত দিয়ে ধাক্কা, ঘাড় ধাক্কা। অপমান করে দূরীকরণ, বিতাড়ন। গলবন্ধ গলায় ঠাণ্ডা না লাগার জন্য ব্যবহৃত দীর্ঘ ও অল্প প্রস্থবিশিষ্ট মোটা বস্ত্রখণ্ড, কম্ফর্টার। গলা বসা গলার স্বর অস্ফুট বা অস্পষ্ট হয়ে যাওয়া। গলা বাঁচানো প্রাণ বাঁচানো। গলাবাজি হাঁকডাক, চিৎকার। বক্তৃতা বা বাগ্মিতা। গলা ভাঙা স্বরভঙ্গ বা স্বরবিকৃতি হওয়া। গলাযোগ যোগদান বা বক্তব্য সংযোগ। গলায় আঁকশি দেওয়া জোর করে টেনে আনা অর্থাৎ কোনো কাজ করতে বা পাওনা মিটাতে বাধ্য করা। গলায় আঙুল দেওয়া জোর করে পাওনা আদায় করা। গলায় গলায় অত্যন্ত ঘনিষ্ঠ বা নিবিড়। গলায় গলায় পিরিতবেশি মাত্রায় প্রণয় বা প্রীতি। গলায় গাঁথা/পড়া গলগ্রহ বা অনভিপ্রেত বোঝা হওয়া। গলায় গামছা দেওয়া প্রচণ্ড অপমান এবং জবরদস্তি করে বাধ্য করা। গলায় ছুরি দেওয়া বড় রকমের ঠকানো বা প্রবঞ্চনা করা। গলায় দড়ি অত্যন্ত অন্যায় বা পাপ কার্যের জন্য মৃত্যুই প্রাপ্য শাস্তি এরূপ ধিক্কার ও তীব্র ভর্ৎসনাসূচক উক্তি। গলায় পড়া অপরকে দায়বদ্ধ করা। গলায় পা দেওয়া অত্যাচার বা জবরদস্তি করা। গলায় লাগা গলায় প্রবিষ্ট না হওয়া, গলাধকরণ না হওয়া। ভুক্ত বস্তু গলায় আটকে শ্বাস রোধের উপক্রম। ওল, কচু ইত্যাদি খাওয়ার ফলে গলা কুটকুট করা। গলাভারী গভীর কণ্ঠস্বর বা সুর,

গলা এর বাংলা অর্থ