গা শব্দের বাংলা অর্থ শরীর, দেহ, গাত্র, অঙ্গ। বস্তুর উপরিভাগ বা বহিরঙ্গ বা পৃষ্ঠ। চামড়া, বহিরাবরণ। অনুভূতি। মন, ইচ্ছা, গরজ। নিকট। গা করকর করা সহ্য না হওয়া, ঈর্ষা হওয়া। গা করা গরজ করা, মনোযোগ দেওয়া, মন লাগানো। গাকশ কশ করা ক্রোধে বা প্রতিশোধ নেওয়ার জন্য উৎসুক হওয়া, আক্রোশ হওয়া। গা কাঁপা শঙ্কাযুক্ত হওয়া, ভয় বোধ করা। গা কেমন করা, গা কেমনকেমন করা ভয়, ঘৃণা বা অসুস্থতাজনিত অস্বস্তি বোধ করা। বমি বমি ভাব হওয়া। গাগতর সর্বাঙ্গ, সমস্ত দেহ। গাগতর হওয়া মোটাসোটা হওয়া। গাগরম অল্প জ্বর। গা গুলানো, গা গুলন বননোদ্রেক হওয়া। গা ঘেঁষা অত্যন্ত নিকটে বসা। অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করা। গায়ে পড়ে ভাব জমায় এমন। গা চাটাচাটি পারস্পরিক প্রশংসা, স্বার্থোদ্ধারের জন্য পারস্পরিক সদ্ভাব। গা জুড়ানো শান্তি পাওয়া, তৃপ্তি দান করা। শ্রান্তি বা ক্লান্তি অপনোদন বা জ্বালাযন্ত্রণা দূর হওয়া। শান্তিদায়ক বা তৃপ্তিকর। শ্রান্তি ক্লান্তি বা জ্বালাযন্ত্রণা ঘুচায় এমন। গাজোরি, গাজুরি জবরদস্তি, শক্তিপ্রয়োগ। জবরদস্তিমূলক বা জবরদস্ত, নাছোড়। জবরদস্তিভাবে, নাছোড় হয়ে। গা জ্বালা করা ক্রোধ, ঈর্ষা বা বিরক্তি সৃষ্টি হওয়া। গা ঝাড়া দিয়ে ওঠা জড়তা বিসর্জন দিয়ে কর্মে প্রবৃত্ত হওয়া, আলস্য ত্যাগ করে ‍উৎসাহের সঙ্গে কর্মে প্রবৃত্ত হওয়া। গা ঝিম ঝিম করা অবসন্নতা অনুভব করা, অসুস্থতা বোধ করা। গা ঢাকা দেওয়া আত্মগোপন করা। গা ঢেলে দেওয়া শোওয়া। নিশ্চেষ্ট হওয়া। সর্বৈব চেষ্টায় প্রবৃত্ত হওয়া। গা তোলা গাত্রোত্থান করা, ওঠা। গা দেওয়া মনোযোগ দেওয়া, যত্ন করা। গা পেতে নেওয়া বিনা প্রতিবাদে মেনে নেওয়া, নিশব্দে স্বেচ্ছায় সহ্য করা। গা ফোলানো বিক্রম বা শক্তি প্রকাশ করা। গা বমি বমি করা বমনের ভাব বোধ হওয়া। ঘৃণা বোধ করা। গা ভারী হওয়া অসুস্থতা বোধ করা। গর্ভবতী হওয়া। গা ম্যাজ ম্যাজ করা, গা মাটি মাটি করা আলস্য বোধ হওয়া, ঠাণ্ডা বোধজনিত এক প্রকার অসুস্থ হওয়া। গা মোড়া শরীরে মোচড় দেওয়া, আড়মোড়া। গা কাঁটা দেওয়া রোমঞ্চ হওয়া। গায়ে গায়ে শোধনগদ টাকা না দিয়ে গায়ে খেটে শোধ দেওয়া। গায়ে গু মাখলে যমে ছাড়ে নাশরীর অপবিত্র বস্তুতে ঢাকলেও মৃত্যু বা আজরাইরের হাত এড়ানো যায় না, অপরাধ করলে কোনো অছিলাতেই শাস্তি থেকে অব্যাহতি পাওয়া যায় না। গাযে জ্বর আসা কাজ বা অবস্থা দেখে ভয় পাওয়া। গাযে থুথু দেওয়া অতিশয় ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করা। গায়ে দেওয়া পরা, পরিধান করা। গায়ে নেওয়া গুরুত্ব সহকারে বিবেচনা করা। গায়ে পড়া উপর পড়া। অযাচিত। অমায়িকতার আতিশয্য প্রদর্শনকারী গায় পড়ে অক্রি অযাচিতভাবে, উপরপড়া হয়ে, অনভিপ্রেত আতিশয্য প্রদর্শন করে। গায়ে ফুঁ দিয়ে বেড়ানো দায়িত্ব এড়িয়ে শ্রমবিমুখ হয়ে চলা। গায়ে ফোসকা পড়া অসহনীয় যন্ত্রণাবোধ করা, তীব্র অসহিষ্ণু হওয়া। গায়ে মাখা গায়ে নেওয়া, ধর্তব্যের মধ্যে মনে করা। গায়ে মাস লাগা, গায়ে মাংস লাগা মোটা হওয়া। শরীর সারা, কৃশতা দূর হওয়া। গায়ের চামড়া তোলা কঠিন প্রহার দেওয়া। গায়ের জ্বালা গাত্রদাহ, ঈর্ষা, হিংসা। ক্রোধ, রাগ। গায়ের ঝাল ঝাড়া, গায়ের ঝাল মেটানো হৃদয়ে সঞ্চিত ক্রোধ পূর্ণ ও প্রবলভাবে প্রকাশ করা। গা সওয়া, গাসহা যা অভ্যস্ত, সহ্য হয় এমন। গায়ে হলুদ বিবাহকালে পাত্রপাত্রীকে হলুদযুক্ত পানিতে স্নান করানোর অনুষ্ঠান। গায়ে হাত তোলা প্রহার করা, মার দেওয়া,

গা এর বাংলা অর্থ