গাত্র শব্দের বাংলা অর্থ শরীর, অঙ্গ, গাপার্শ্বদেশ বা উপরিভাগ। জ্বালা, দাহ গায়ের জ্বালা, ঈর্ষা, ক্রোধ প্রভৃতি মনোভাব।মার্জনী গামছা তোয়ালে প্রভৃতি।হরিদ্রা গায়েহলুদের অনুষ্ঠান।ানুলেপনী গায়ে অনুলেপন করার অর্থাত্ অঙ্গরাগ লাগাবার তুলিকাসাবান।বস্ত্র, াবরণ, াবরণী গায়ের চাদর, বর্ম, সাঁজোয়া।োত্থান, োত্পাটন গা তোলা, শয্যা থেকে উঠে বসা বা দাঁড়ানো। শরীর, গা, দেহ, অঙ্গ। পার্শ্বদেশ, উপরিভাগ বা বহির্ভাগ। কণ্ডূয়ন গা চুলকানো। জ্বালা, দাহ গায়ে জ্বালা বা দাহ। ঈর্ষা ক্রোধ ইত্যাদি মানসিক ভাব, হিংসা বিরক্তি ইত্যাদি মনোভাব। মার্জনী যা দ্বারা মার্জনা করা হয়, মার্জনা কার্যে ব্যবহৃত গামছা তোয়ালে ইত্যাদি। হরিদ্রা গায়ে হলুদ, বিবাহের পূর্বে বর ও কন্যাকে নিজ নিজ বাড়িতে হলুদ মাখিয়ে স্নান করানো রূপ জনপ্রিয় আচারবিশেষ। ানুলেপনী গায়ে অঙ্গরাগ বা ঔষধ প্রয়োগ করার তুলি। াবরণ, াবরণী গায়ের চাদর, উড়নি, উত্তরীয়। জামা, কাপড়চোপড়, আংরাখা। বর্ম, সাঁজোয়া। োত্থান দেহ উত্তোলন, গা তোলা। শোয়া থেকে উঠে বসা বা দাঁড়ানো, শয্যা ত্যাগ,

গাত্র এর বাংলা অর্থ