গিরি শব্দের বাংলা অর্থ আচরণ, বৃত্তি ইত্যাদি বোধক প্রত্যয়বিশেষ। পর্বত, পাহাড়, দশনামী সম্প্রদায়ের তান্ত্রিকবিশেষ।কন্দর, গহ্বর, গুহা পর্বতের গুহা।কুমারী, জা হিমালয়কন্যা দুর্গাদেবী, উমা, পার্বতী।জায়া হিমালয়পত্নী, উমার জননী মেনকা।তল পর্বতের নিম্নদেশ, পর্বতপৃষ্ঠ।দরী পর্বতগুহা।দুর্গ পাহাড়ের উপর নির্মিত দুর্গ, পর্বতরূপ দুর্গ।নন্দিনী কুমারী র অনুরূপ।পথ পর্বতের মধ্য দিয়ে পথ।বর শ্রেষ্ঠ পর্বত, হিমালয়।বর্ত্ম পথ এর অনুরূপ।মল্লিকা কুড়চি গাছ বা তার ফুল।মাটি গৈরিক বা গেরি মাটি।রাজ হিমালয়।রানি জায়া র অনুরূপ।শৃঙ্গ পর্বতের চূড়া, শৈলশিখর।সংকট পর্বতশ্রেণির মধ্যস্হ সংকীর্ণ নিম্নভূমি যা পথরূপে ব্যবহৃত হয়। পর্বত, পাহাড়। হিন্দুদের দশনামীসম্প্রদায়ের সন্ন্যাসী বা তান্ত্রিকবিশেষ। কন্দর, গহ্বর, গুহা পর্বতগুহা। কুমারী, জা, নন্দিনী দুর্গা, উমা, পার্বতী, গৌরী। জায়া, রানী হিন্দু পুরাণমতে হিমালয়পত্নী ও উমার মাতা মেনকা। তল পর্বতের নিম্নদেশ, পাহাড়ের নিচু অংশ। পর্বতপৃষ্ঠ, শৈলপৃষ্ঠ। তরঙ্গিণী, নদী পার্বত্য নদী। দরী পর্বতগুহা। দুর্গ পাহাড়ের উপরে নির্মিত দুর্গ। পর্বতরূপ দুর্গ। পথ পর্বতের মধ্যবর্তী পথ। বর শ্রেষ্ঠ পর্বত। হিমালয়। পুরাণোক্ত গৌরীর পিতা হিমালয়। বর্ত্ম পর্বতমধ্যস্থ পথ, pass। মল্লিকা কুড়চি গাছ, কুড়চি ফুল। মাটি, মাটী গৈরিক। গৈরিক রঙের মাটি, ক্ষারযুক্ত মাটিবিশেষ। রাজ হিমালয়। শৃঙ্গ পর্বতশিখর, শৈলচূড়া। সংকট, সঙ্কট পর্বতশ্রেণির মধ্যবর্তী পথরূপে ব্যবহৃত অল্পপরিসর নিম্নভূমি,

গিরি এর বাংলা অর্থ