গো শব্দের বাংলা অর্থ গরু, ধেনু, গাভী। গোজাতি। বৃষ, ষাঁড়। চক্ষু প্রভৃতি ইন্দ্রিয়। ধরণী, পৃথিবী। গোক্ষীর গুরুর দুধ, গোদুগ্ধ। গোখাদক গোমাংসভোজী। গোগর্দভ অজমূর্খ, রেট মূর্খ। গোগর্ভ গাভীর উদর। গোগ্রাস প্রায়শ্চিত্তের পর গরুর মুখে ঘাস দানের হিন্দু প্রথা। গরুর মতো বড় গ্রাসে দ্রুত গলাধকরণ। গোগ্রাসী সর্বগ্রাসী। গোঘ্ন গো হত্যাকারী, গোঘাতক। অতিথি। গোচন্দন গোরোচনা। গোচারণ গরু চরানো, গরুকে মাঠে নিয়ে গিয়ে তৃণাদি খাওয়ানো। গোদান হিন্দুদের মধ্যে ধেনুদানরূপ ধর্মকার্য। গোদোহনী, গোদোহিনী দুগ্ধ দোহনের পাত্র, দুধের কেঁড়ে। গোধন গরুরূপ সম্পদ। গোবৎস বাছুর। গোবেড়েন গরুকে প্রহার করার ন্যায় নির্দয় প্রহার। গোবৈদ্য গাভীর রোগের চিকিৎসক। হাতুড়ে চিকিৎসক, quack। গোব্রজ গোষ্ঠ। গোচারণ ক্ষেত্র। গোভাগাড় গরুর মৃতদেহ ফেলার স্থান। গোমূত্র চোনা। গোমেধ প্রাচীন কালে হিন্দুদের গরুকে বলিদান দ্বারা অনুষ্ঠিত একপ্রকার যজ্ঞ, গোবধে নিষ্পন্ন যজ্ঞবিশেষ। গোযান গরুর গাড়ি। গোরক্ত গরুর রক্তহিন্দুবিশ্বাস অনুযায়ী গোহত্যা ব্রাহ্মণ হত্যার মতো গুরুতর অপরাধ। গোরক্ষক রাখাল। গোরস গরুর দুধ। গরুর দুধ থেকে প্রস্তুত ঘৃত ইত্যাদি। গোশালা গোয়াল। গরু রাখার স্থান। গোস্তন গুলান, গরুর স্তন। চারনরী হার। গোস্তনী গোস্তনের ন্যায় যে ফল, দ্রাক্ষাফল, আঙুর,

গো এর বাংলা অর্থ