ঘাট শব্দের বাংলা অর্থ জলাশয়াদিতে অবতরণের জায়গা। নৌকা বা জাহাজ ভিড়বার স্থান। বাদ্যযন্ত্রের সুরের পর্দা, reed। প্রবেশপথ, ঘাঁটি। পর্বত। ঘাট কামানো হিন্দু সমাজে পিতামাতা প্রভৃতি আত্মীয়ের মৃতাশৌচ শেষ হওয়ার পর নখ দাড়ি চুল প্রভৃতি কামানো। ঘাটমারা শুল্ক ফাঁকি দিয়ে গোপনে আমদানি রপ্তানি করা, smuggling। ঘাটে এসে নাও ডুবানোকোনো বিষয়ে সাফল্যের প্রান্তে বা দ্বারদেশে এসে সমস্ত পণ্ড করা। ঘাটে ঘাটে ক্রিয়াবিশেষণ প্রতিঘাটে বা ঘাঁটিতে ঘাঁটিতে। সকল প্রান্তে, সর্বত্র। ঘাটের কড়ি পারের কাড়ি বা মাশুল, নদী পার হওয়ার ভাড়া, পারানি। স্বর্গ বা বেহশত অর্থে পরপারে যাওয়ার পুণ্যরূপ কড়ি,

ঘাট এর বাংলা অর্থ