ঘাড় শব্দের বাংলা অর্থ ঘাড় গ্রীবা, কণ্ঠের পশ্চাদ্ভাগ, কাঁধ। ভাঙা ক্রি বি কৌশলে অন্যের খরচে নিজের কাজ হাসিল করা,ঘাড়ে করা, ঘাড়ে নেওয়া ক্রিকাঁধে তুলে নেওয়া, দায়িত্ব বা ভার গ্রহণ করা।ঘাড়ে চাপা ক্রিআশ্রয় করা, গলগ্রহ হওয়া।ঘাড়ে দুটো মাথা থাকা ক্রিঅত্যন্ত দুসাহস হওয়া,ঘাড়ধাক্কা গলাধাক্কা, তাড়িয়ে দেওয়া,ঘাড়েগর্দানে বিণ গজস্কন্ধ, অত্যন্ত স্হূল বা মোটাসোটা, গ্রীবা, গর্দান, গলার পশ্চাদ্‌ভাগ। কাঁধ, স্কন্ধ। ঘাড় ধরা ঘাড়ে হাত দিয়ে বল প্রয়োগ করা অর্থাৎ জোরজবরদস্তি করা। ঘাড় ধাক্কা গলা ধাক্কা। ঘাড় নাড়া সম্মতি বা অসম্মতি নির্দেশ করা। ঘাড় পাতা দায়িত্ব গ্রহণ করা বা গ্রহণে সম্মত হওয়া। ঘাড় ফুলানো স্পর্ধা জ্ঞাপন করা। ঘাড় ভাঙা, ঘাড় ভাঙ্গা জবরদস্তিতে আদায় করা, জোর করে খরচ করতে বাধ্য করা, পরের উপর জোর খাটিয়ে নিজের কার্য সাধন করা, পরের অর্থব্যয় ঘটিয়ে আপন স্বার্থ সাধন করা। ঘাড়ে করা, ঘাড়ে নেওয়া স্কন্ধে ধারণ করা। দায়িত্ব গ্রহণ করা, দায় স্বীকার করা। ঘাড়েগর্দানে স্কন্ধ থেকে মস্তক পৃথক বলে বোধ হয় না এরূপ স্থূল, অত্যন্ত স্থূল। গজস্কন্ধ। ঘাড়ে চাপা ভরণপোষণের জন্য অন্যের গলগ্রহ হওয়া, পরের উপর নির্ভরশীল হওয়া। কার্যোদ্ধারের জন্য অন্যের উপর চাপ দেওয়া। ভর করা বা হওয়া। ঘাড়ে জোয়াল কাঁধে অতিরিক্ত চাপ বা ভার। ঘাড়ে দুটো মাথা থাকা অসম সাহসী হওয়া, অত্যন্ত দুসাহসী হওয়া। ঘাড়ে ভূত চাপা দুষ্টবুদ্ধি বা কুমতলব মাথায় আসা। ঘাড়ে হাগা দুষ্ট বুদ্ধিতে অপরকে ডিঙিয়ে যাওয়া বা জব্দ করা, অন্যের উপর যা খুশি তা করা,

ঘাড় এর বাংলা অর্থ