ঘোড়া শব্দের বাংলা অর্থ ঘোড়া অশ্ব, তৃণভোজী দ্রুতগামী চতুষ্পদ প্রাণিবিশেষভারবাহী ও যাত্রীবাহী হিসাবে বহুলব্যবহৃত, দাবা খেলার বলবিশেষ, বন্দুকের বারুদে আগুন ধরাবার বা গুলিনিক্ষেপের চাবি।স্ত্রীঘুড়ি, ঘোড়ি।ঘোড়া ঘোড়া খেলা ছোট ছেলেমেয়েদের ঘোড়া সেজে ছোটাছুটি করা খেলাবিশেষ।ঘোড়ার ডিম অলীক বা অসম্ভব বস্তু। ডিম দ্র।ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া ক্রি যথার্থ ক্ষমতাশালী ব্যক্তিকে অতিক্রম করে কার্যোদ্ধারের চেষ্টা করা।ঘোড়া দেখে খোঁড়া হওয়া ক্রিআরাম পাবার উপায় থাকলে তারই ভরসায় নিশ্চেষ্ট হয়ে থাকা। ঘোড়ামুখো ঘোড়ার মতো লম্বা মুখবিশিষ্ট।স্ত্রীঘোড়ামুখি।ঘোড়ামুগ নিকৃষ্ট ধরনের মুগকলাইবিশেষ।ঘোড়ারোগ উত্কট বাতিক, গরিবের অত্যধিক খরচ করে বড়মানুষি করার প্রবৃত্তি, ঘোড়দৌড়, বাজি জেতার নেশা, রেস খেলার নেশা।ঘোড়াশাল আস্তাবল, ঘোড়ার থাকার জায়গা। অশ্ব, তুরগ, তুরঙ্গ, বাজী। সতরঞ্জ বা দাবা খেলার গুটিবিশেষ। বন্দুকের চাবি বা trigger। ঘোড়া ঘোড়া খেলা একজনের ঘোড়ার ন্যায় উবু হওয়া ও অপরের সেই ঘোড়ার পিঠে চড়ার খেলা। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া উপরওয়ালা বা মুরুব্বিকে অতিক্রম বা অগ্রাহ্য করে কার্যোদ্ধারের চেষ্টা। ঘোড়া দেখে খোঁড়া হওয়া কাজ করার লোক দেখলে সেই সুযোগ গ্রহণ করে আলস্য করা, কাজের লোক দেখে বসে থাকা। ঘোড়ামুখো ঘোড়ার ন্যায় লম্বা মুখযুক্ত। ঘোড়া মুখী। ঘোড়া মুগ অপকৃষ্ট জাতের মুগডাল। ঘোড়ায় জিন দিয়ে আসা অত্যন্ত ব্যতিব্যস্ত ভাব, তিলেক বিলম্বে অস্থিরতার ভাব। ঘোড়ার কামড় কঠিন আক্রমণ। খুব জেদ। ঘোড়ার ঘাস কাটা কিছু না করা, কোনো কাজ না করা, অলসভাবে সময় কাটানো। ঘোড়ার ডিম কিছুই না। অসম্ভব বস্তু। ঘোড়া রোগ প্রবলাকাঙ্ক্ষা, সাধ্যাতিরিক্ত শৌখিনতা, সাধ্যাতীত বড়মানুষি করার ইচ্ছা। উৎকট বাতিক।ঘোড়াশাল আস্তাবল,

ঘোড়া এর বাংলা অর্থ