ঘোরা শব্দের বাংলা অর্থ পাক খাওয়া, আবর্তন করা, ঘূর্ণিত হওয়া। ভ্রমণ করা, বেড়ানো। হাঁটাহাঁটি করা, বার বার আসা যাওয়া করা। বৃথা পরিক্রমণ,কোনো কিছুর সন্ধানে ক্রামগত আবর্তন। চলতে থাকা বা ব্যাপৃত থাকা। সকল অর্থে। ঘুর, অসরল, কুটিল। ঘুরানো, ঘোরানো ঘূর্ণিত করা, পাক দেওয়া। ভ্রমণ করানো, বেড়িয়ে আনা। নাহক হাঁটাহাটি করানো। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বার বার ফিরিয়ে দেওয়া। উক্ত সকল অর্থে। ঘূর্ণিত, আবর্তিত। ঘুরানি, ঘুরনি ঘুর্ণিতকরণ বা ঘূর্ণিত হওয়া, পাক খাওয়া বা পাক দেওয়া। ভ্রমণ। ঘুরপাক, ক্রামগত আবর্তন। একই পথে অনর্থক ঘুরে ফিলে ভ্রমণ। ঘূর্ণি রোগ। ঘুরে পড়া শারীরিক দুর্বলতা বা অসুস্থতার জন্য হঠাৎ টাল খেয়ে বা পাক খেয়ে পড়া। ঘোরাঘুরি হাঁটাহাঁটি, বারংবার চলাফেরা, বার বার আনাগোনা। কোনো কার্য উদ্ধারের জন্য ক্রামগত যাতয়াত,

ঘোরা এর বাংলা অর্থ