চক্র শব্দের বাংলা অর্থ চাকা। চাকার আকৃতিযুক্ত স্থান, বস্তু বা পথ। নিয়ত আবর্তনশীল বিষয় বা বস্তু। কুমারের চাক। ভ্রমণ বা ঘুরপাক। প্রাচীণ অস্ত্রবিশেষ, discus। হিন্দু পুরাণে উল্লিখিত ব্যূহ স্থাপন প্রণালিবিশেষ। চাকার সদৃশ আকার বা বিস্তারযুক্ত রশ্মিচ্ছটা, জ্যোতির্মণ্ডল, গ্রহমণ্ডল। হাতের তালু, আঙ্গুল এবং পদতলের মণ্ডলাকার রেখা। গ্রামসমূহের সমষ্টি, চাকলা বা বিশেষ অধিকারের সীমাভুক্ত অঞ্চল। বহু বিস্তৃত রাজ্য বা দেশসমূহ। সাপের ফণা। ান্ত, কূট অভিসন্ধি। গুচ্ছ, সমষ্টি, বর্গ, cycle। পতাকা ইত্যাদির চিত্র, জ্যোতিষিক যন্ত্র। হিন্দুদের তান্ত্রিক সাধনার মণ্ডলাকার উপবেশন পদ্ধতি বা আসন বিশেষ। হিন্দুদের যোগশাস্ত্রমতে দেহমধ্যস্থ নানা বিভাগ রাশি বা গ্রহমণ্ডলের অবস্থান সূচনাকারী ছক। গতি ের ন্যায় আবর্তন বা ঘূর্ণন। ধর রাজা, নৃপতি। সাপ। হিন্দুদেবতা বিষ্ণু। নাভি ের কেন্দ্রবিন্দু বা কেন্দ্রীয় অংশ। নেমি চাকার বেড় বা বেষ্টনি। পাণি হিন্দুদেবতা বিষ্ণু। বর্তী বিস্তৃত রাজ্যের অধিপতি, সম্রাট, সার্বভৌম নৃপতি। ব্রাহ্মণদের উপাধিবিশেষ। বাক চকা, হাঁসজাতীয় পাখি। বাকী। বাল, বাড় দিঙ্‌মণ্ডল, দিগন্তবৃত্ত, আকাশ ও পৃথিবীর মিলনরেখা বলে মনে হয় যে স্থান, horizon। ব্যূহ প্রাচীন গ্রন্থে উক্ত সৈন্য সমাবেশ প্রণালিবিশেষ। বৃদ্ধি সুদের সুদ। দশে ভগবান ভূত বহুলোকের ষড়যন্ত্রে মিথ্যাকে সত্য বা সত্যকে মিথ্যা রূপে প্রতিপন্ন করা সম্ভবএমন অর্থে প্রযুক্ত। পাকে, পাকেে ক্রি, কর্মবিপাকে, ঘটনার ফেরে, ফন্দি ফিকিরের ফলে,

চক্র এর বাংলা অর্থ