চক্ষু শব্দের বাংলা অর্থ চোখ, নয়ন, লোচন,অক্ষি, আঁখি, দর্শনেন্দ্রিয়। দৃষ্টি, নয়ন। অন্তর্দৃষ্টি। বিবেচনা। চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করা স্বচক্ষে দর্শন করে শ্রুত বিষয়ের সকল সন্দেহ নিরসন করা। চক্ষুক্ষত চোখের ঘা, eyesore। চক্ষু খাওয়া চক্ষু থাকতেও তার যথাযথ ব্যবহার না করা। চক্ষু খাদিকা চোখখাগি, গালিবিশেষ। চক্ষু খুলিয়া যাওয়া অজ্ঞানতা দূর হওয়া, নানা বিষয়ে বোধোদয় হওয়া, সজাগ হওয়া, ঘুম ভাঙা। চক্ষু গোচর, চক্ষুর্গোচর দেখা যায় এমন, দৃষ্টির বিষয়ীভূত, দৃষ্টিসীমার অন্তর্ভুক্ত। চক্ষু চড়ক গাছ হওয়াবিস্ময়াভিভূত হওয়া, বিস্ময়ে বা আতঙ্কে হতবুদ্ধি হয়ে চেয়ে থাকা। চক্ষু ছানাবড়া হওয়াঅত্যন্ত বিস্ময়াপন্ন হওয়া, বিস্ময়ের আধিক্যে দৃষ্টি বিস্ফারিত হওয়া। চক্ষু দান, চক্ষুর্দান দৃষ্টি শক্তি দান বা ফিরে আনা। মৃত্যুর পর অপরের উপকারের জন্যে চক্ষু দেওয়ার ওসিয়ত বা উইল। জ্ঞানহীনকে জ্ঞান দান বা অবোধের বোধসম্পাদন। সতর্কীকরণ। চুরি, অপহরণ। চক্ষু রঞ্জন নয়ন তৃপ্তিকারী, নয়নাভিরাম। চক্ষু রুন্মীলন চোখ খোলা বা চাওয়া। জগরণ। অন্তর্দৃষ্টির উন্মেষ। চক্ষুরোগ, চক্ষূরোগ চোখের পীড়া। চক্ষুলজ্জা, চক্ষুর্লজ্জা চোখে লজ্জাজনক ঠেকে এমন কিছু করতে বা বলতে সংকোচ বা কুণ্ঠা। চক্ষুশূল, চক্ষুশূল বিণ, দেখলে বিরক্তি জন্মে বা দেখতে ইচ্ছা হয় না এমন কিছু। চক্ষুষ্মান চক্ষু আছে এরূপ, দর্শনেন্দ্রয়বিশিষ্ট। দৃষ্টিশক্তিবিশিষ্ট। সত্য উপলব্ধিক্ষম, সত্যদ্রষ্টা। চক্ষুষ্মতী বিণ,। চক্ষু সত্তা দর্শনশক্তি বা প্রখর দৃষ্টিশক্তি। অন্তর্দৃষ্টি বা সূক্ষ্ম দৃষ্টি। চক্ষু স্থির অত্যধিক বিস্ময়জনিত হতবুদ্ধিতা। চক্ষের পুতলি চোখের তারা। অত্যন্ত আদরের বা স্নেহের পাত্র,

চক্ষু এর বাংলা অর্থ