চড়া শব্দের বাংলা অর্থ চর, নদীবক্ষে উৎপন্ন পলি গঠিত ভূভাগ, নদীমধ্যে দ্বীপের মতো ভূমি। শুষ্ক বা তৃষিত অবস্থা। চড়া পড়া নদীতে চর সৃষ্টি হওয়া। বৈচিত্র্যহীনতার দরুণ অরুচি হওয়া। চড়ায় ঠেকা নদীপথে নবজাগ্রত চরে নৌকাদি আটকে যাওয়া। সাংসারিক টানাটানিতে পড়া বা প্রতিকূল অবস্থায় পড়ে অচলাবস্থা হওয়া, সংসার যাত্রায় কোনো বাধার সম্মুখীন হওয়া,

চড়া এর বাংলা অর্থ