চরা শব্দের বাংলা অর্থ বেড়ানো, বিচরণ করা। ঘাস পাতা খেয়ে বেড়ানো বা বিচরণপূর্বক ঘাস পাতা আহার করা। যথেচ্ছ ঘুরে বেড়ানো। চার বা টোপ খাওয়া। উক্ত সকল অর্থে। নো পশুদের মাঠে নিয়ে গিয়ে ঘাস খাওয়ানো, পশু চারণ করা। পরিচালনা করা, নেতৃত্ব দান করা, বহু কষ্টে পড়ানো, মূর্খ ও নির্বোধকে পড়ানো। উক্ত সকল অর্থে,

চরা এর বাংলা অর্থ