চলা শব্দের বাংলা অর্থ যাওয়া, গমন করা। যাত্রা করা বা অগ্রসর হওয়া। হাঁটা। প্রস্থান করা, ছেড়ে যাওয়া। অতিবাহিত হওয়া, কেটে যাওয়া। নির্বাহ হওয়া, নিষ্পন্ন হওয়া। কুলানো, পোষানো। সক্রিয় হওয়া। সঞ্চালিত বা প্রবাহিত হওয়া। প্রচলিত বা চালু হওয়া বা থাকা। আচরণ বা ওঠাবসা করা। যুক্তিযুক্ত বা সঙ্গত অনুমোদনযোগ্য হওয়া। কার্য সাধন হওয়া। আরম্ভ হওয়া। অব্যাহত থাকা, অবিচ্ছেদে চলতে বা ঘটতে থাকা। মহাযাত্রা বা মৃত্যুযাত্রা করা। দৃষ্টি প্রসারিত বা অগ্রসর হওয়া। স্বীকৃত বা অগ্রাহ্য হওয়া। উক্ত সকল অর্থে। চলতে হয় এরূপ, র। ফেরা ইতস্তত ভ্রমণ, পায়চারি। হাঁটার ভঙ্গি। চালচলন। হাঁটাহাঁটাহাঁটি। চলে আসা প্রন্থান করা বা স্থান ত্যাগ করে আসা। দ্রুত আসা, পা চালিয়ে আসা। চলে দ্রুত অগ্রসর হওয়া, সত্বর পা চালানো। কথা মতো আদেশ বা উপদেশ পালন করা, কথা শোনা, বাধ্য হওয়া। পেট জীবিকা নির্বাহ করা, আহার্য সংগৃহীত হওয়া। মুখ তিরস্কার করা, গালি দেওয়া। ক্রমাগত খাওয়া। হাতহাতপা প্রহার করা,

চলা এর বাংলা অর্থ