চিনা শব্দের বাংলা অর্থ পূর্বদৃষ্ট বলে জানা বা বুঝতে পারা, পূর্বে পরিচিত বলে মনে পড়া। প্রকৃত স্বরূপ জানা। নির্ধারণ বা ঠাহর করতে পারা, শনাক্ত করা। নির্বাচন করা, বাছাই করা। জানা, শেখা, পরিচয় করা। পরিচিত, পূর্বদৃষ্ট, জানাশুনা। চিনাচিনি পরস্পরকে জানা বা চেনা। চিনানো, চেননো চিনিয়ে দেওয়া, পরিচিত বা পরিচয় করানো। জানানো, শিখানো। পরিচিতকরণ। পরিচিত এমন। চিনা পরিচয় জানাশুনা, আলাপপরিচয়। চিনা শোনা, চিনা শুনা জানাজানি, আলাপপরিচয়,

চিনা এর বাংলা অর্থ