চুড়ো শব্দের বাংলা অর্থ শীর্ষদেশ, মস্তক, শিখর, শৃঙ্গ। মুকুট। ঝুটি, চূড়া আকারে বাঁধা চুল, টিকি। হিন্দু সমাজে আরিত সংস্কার। চূড়াকরণ, চূড়াকর্ম ব্রাহ্মণ, ক্ষয়িত্র, বৈশ্যতিন বর্ণের প্রাচীন সংস্কারবিশেষ, যাতে মস্তক মুণ্ডন করে মধ্যস্থলে একগুচ্ছ চুল রেখে দেওয়া হয়। চূড়ামণি মুকুটে বা মস্তকে ধারণ করার রত্ন। সংস্কৃতে পাণ্ডিত্যের জন্য প্রদত্ত উপাধিবিশেষ। সর্বশ্রেষ্ঠ বা সর্বপ্রধান ব্যক্তি,

চুড়ো এর বাংলা অর্থ